প্রশ্ন: (1) রবীন্দ্রনাথকে বিশ্বকবি আখ্যা কে দেন ?
উত্তর: ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
প্রশ্ন: (2) ইংলিশ চ্যানেল কোন কোন দেশের মধ্যে অবস্থিত ?
উত্তর: ইংল্যান্ড ও ফ্রান্স।
প্রশ্ন: (3) পবিত্র ভূমি কাকে বলা হয় ?
উত্তর: প্যালেস্টাইন।
প্রশ্ন: (4) ভারতের প্রথম পুরুষ যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান ?
উত্তর: জি. শঙ্কর কুরুপ।
প্রশ্ন: (5) ভারতের প্রথম মহিলা যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন ?
উত্তর: আরতি সাহা।
প্রশ্ন: (6) মত্তবিলাস (প্রহসন) কার লেখা ?
উত্তর: মহেন্দ্র বর্মন।
প্রশ্ন: (7) একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে ?
উত্তর: শুক্র।
প্রশ্ন: (8) ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি ?
উত্তর: উলার হ্রদ।
প্রশ্ন: (9) নিউক্লিয় বিভাজনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর: পারমাণবিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।
প্রশ্ন: (10) স্ফিগমোম্যানোমিটার দিয়ে কি করা হয় ?
উত্তর: রক্তচাপ মাপার যন্ত্র।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.