Breaking

Sep 29, 2021

GK One Liner Questions Answers in Bengali Set 63

GK One Liner Questions Answers in Bengali Set 63
GK One Liner Questions Answers in Bengali Set 63
প্রশ্ন: (1) ফোর্ট উইলিয়াম কবে স্থাপিত হয় ?
উত্তর: ১৭৭৩ সালে।
প্রশ্ন: (2) মুর্শিদকুলি খাঁ -এর আসল নাম কি ?
উত্তর: হাঁদি খাঁ।
প্রশ্ন: (3) "জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর" -উক্তিটি কার ?
উত্তর: স্বামী বিবেকানন্দ।
প্রশ্ন: (4) 'দুইবোন' উপন্যাসটি কার লেখা ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: (5) ভারতের প্রথম পর্বতারোহী কে যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন ?
উত্তর: ফু দোরজি।
প্রশ্ন: (6) কোন দেশের সহায়তায় ভারতের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় ?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: (7) ভারতের স্বাস্থ্য রাজধানী কাকে বলা হয় ?
উত্তর: চেন্নাই।
প্রশ্ন: (8) তুলা -এর বিজ্ঞানসম্মত নাম কি ?
উত্তর: গসিপিয়াম (Gossypium)।
প্রশ্ন: (9) ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি ?
উত্তর: নর্মদা ও তাপ্তি।
প্রশ্ন: (10) শের শাহের আমলে একটি বিশেষ মুদ্রার প্রচলন ছিল সেটার নাম কি ?
উত্তর: দাম।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.