প্রশ্ন: (1) ফোর্ট উইলিয়াম কবে স্থাপিত হয় ?
উত্তর: ১৭৭৩ সালে।
প্রশ্ন: (2) মুর্শিদকুলি খাঁ -এর আসল নাম কি ?
উত্তর: হাঁদি খাঁ।
প্রশ্ন: (3) "জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর" -উক্তিটি কার ?
উত্তর: স্বামী বিবেকানন্দ।
প্রশ্ন: (4) 'দুইবোন' উপন্যাসটি কার লেখা ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: (5) ভারতের প্রথম পর্বতারোহী কে যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন ?
উত্তর: ফু দোরজি।
প্রশ্ন: (6) কোন দেশের সহায়তায় ভারতের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় ?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: (7) ভারতের স্বাস্থ্য রাজধানী কাকে বলা হয় ?
উত্তর: চেন্নাই।
প্রশ্ন: (8) তুলা -এর বিজ্ঞানসম্মত নাম কি ?
উত্তর: গসিপিয়াম (Gossypium)।
প্রশ্ন: (9) ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি ?
উত্তর: নর্মদা ও তাপ্তি।
প্রশ্ন: (10) শের শাহের আমলে একটি বিশেষ মুদ্রার প্রচলন ছিল সেটার নাম কি ?
উত্তর: দাম।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.