Breaking

Sep 25, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬০

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬০
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬০
প্রশ্ন: (1) হাইড্রার গমন অঙ্গের নাম কি ?
উত্তর: কর্ষিকা।
প্রশ্ন: (2) ডাটুরিন কোথা থেকে পাওয়া যায় ?
উত্তর: ধুতুরা গাছের পাতা ও ফল থেকে।
প্রশ্ন: (3) ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী মহিলা কে ?
উত্তর: আশাপূর্ণা দেবী।
প্রশ্ন: (4) ভারতের বস্টন কোন শহরকে বলা হয় ?
উত্তর: আহমেদাবাদ।
প্রশ্ন: (5) উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: গুজরাট।
প্রশ্ন: (6) ভারতের খনি গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তর: ধানবাদ।
প্রশ্ন: (7) বাবর -এর আসল নাম কি ?
উত্তর: জালালউদ্দিন মুহম্মদ।
প্রশ্ন: (8) ব্রিটিশ ভারতে প্রথম আদমশুমারি কার আমলে হয়েছিল ?
উত্তর: লর্ড রিপন।
প্রশ্ন: (9) রাজ্যসভায় কোন রাজ্যের প্রতিনিধি সবচেয়ে বেশি ?
উত্তর: উত্তর প্রদেশ।
প্রশ্ন: (10) হকি খেলায় প্রতি দলে কয়জন করে খেলোয়াড় থাকে ?
উত্তর: ১১ জন।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.