Breaking

Sep 21, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৫৬

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৫৬
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৫৬
প্রশ্ন: (1) ময়ূর সিংহাসন কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর: শাহজাহান।
প্রশ্ন: (2) 'অমৃতসরের সন্ধি' কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?
উত্তর: রঞ্জিত সিং ও লর্ড মিন্টো'র মধ্যে।
প্রশ্ন: (3) কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে ?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়।
প্রশ্ন: (4) ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান কে ?
উত্তর: ড: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।
প্রশ্ন: (5) ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?
উত্তর: উলার হ্রদ।
প্রশ্ন: (6) 'ভারতের ক্যালিফোর্নিয়া' কোন শহরকে বলা হয় ?
উত্তর: নাসিক।
প্রশ্ন: (7) ম্যালেরিয়া কি ঘটিত রোগ ?
উত্তর: প্রোটোজোয়া ঘটিত।
প্রশ্ন: (8) ইন্টারনেটের জনক কাকে বলে ?
উত্তর: রবার্ট টেলার।
প্রশ্ন: (9) বেতার তরঙ্গ বায়ুমন্ডলের কোন স্তরে প্রতিফলিত হয় ?
উত্তর: আয়নোস্ফিয়ার।
প্রশ্ন: (10) ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর নাম কি ?
উত্তর: গুলজারিলাল নন্দ।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.