Breaking

Sep 6, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৩

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৩
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৩
প্রশ্ন: (1) আবুল ফজল কার সভাকবি ছিলেন ?
উত্তর: আকবর।
প্রশ্ন: (2) পরমেশ্বর কোন রাজার উপাধি ?
উত্তর: দ্বিতীয় পুলকেশী।
প্রশ্ন: (3) চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: প্রথম পুলকেশী।
প্রশ্ন: (4) ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি কাজুবাদাম রপ্তানি করে ?
উত্তর: কেরালা।
প্রশ্ন: (5) রায়গঞ্জ কোন জেলার সদর দপ্তর ?
উত্তর: উত্তর দিনাজপুর।
প্রশ্ন: (6) ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ?
উত্তর: মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন: (7) ঘাটপ্রভা পাখিরালয় কোথায় অবস্থিত ?
উত্তর: বেলগাঁও (কর্ণাটক)।
প্রশ্ন: (8) আরবসাগরের রাণী কাকে বলা হয় ?
উত্তর: কোচি (কেরালা)।
প্রশ্ন: (9) ইরাবতী নদীর উৎস কোথায় ?
উত্তর: ইউনান মালভূমি।
প্রশ্ন: (10) ফরাসি বিপ্লবের সন্তান কাকে বলা হয় ?
উত্তর: সম্রাট নেপোলিয়নকে।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.