Breaking

Sep 10, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৫

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৫
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৫
প্রশ্ন: (1) পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ যিনি ভারতরত্ন পেয়েছেন ?
উত্তর: ডা: বিধান চন্দ্র রায়।
প্রশ্ন: (2) পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যিনি শহীদ হন ?
উত্তর: মাতঙ্গিনী হাজরা।
প্রশ্ন: (3) সারে জাঁহাসে আচ্ছা -গানটি কার লেখা ?
উত্তর: মহম্মদ ইকবাল।
প্রশ্ন: (4) NGO -এর সম্পূর্ন রূপ কি ?
উত্তর: Non-Government Organisation।
প্রশ্ন: (5) কর্কটক্রান্তি রেখার মান কত ?
উত্তর: 23½⁰ উত্তর।
প্রশ্ন: (6) বিহারের দুঃখ কাকে বলা হয় ?
উত্তর: কোশী নদী।
প্রশ্ন: (7) ফৈজাবাদ শহরের বর্তমান নাম কি ?
উত্তর: অযোধ্যা।
প্রশ্ন: (8) নেভেলী তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: তামিলনাড়ু।
প্রশ্ন: (9) ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন ?
উত্তর: শাহজাহান।
প্রশ্ন: (10) ভারতবর্ষের স্বাধীন হওয়ার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তর: জে. বি. কৃপালিনী।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.