Breaking

Sep 22, 2021

General Knowledge One Word Questions and Answers in Bengali

General Knowledge One Word Questions and Answers in Bengali
General Knowledge One Word Questions and Answers  in Bengali
প্রশ্ন: (1) বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ?
উত্তর: ভ্যালেন্তিনা নিকোলায়েভা তেরেশকোভা।
প্রশ্ন: (2) ভারতের সিল্ক সিটি কাকে বলা হয় ?
উত্তর: ভাগলপুর।
প্রশ্ন: (3) ট্রম্বে তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: মহারাষ্ট্র।
প্রশ্ন: (4) ভারতের বস্ত্র গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তর: পুণে।
প্রশ্ন: (5) পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর: লর্ড লুইস মাউন্টব্যাটেন।
প্রশ্ন: (6) ভারতের প্রথম বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন ?
উত্তর: আলাউদ্দিন খলজী।
প্রশ্ন: (7) শ্রীজয়বর্ধনেপুরম কোট্টে কোন দেশের রাজধানীর নাম ?
উত্তর: শ্রীলংকা।
প্রশ্ন: (8) পশ্চিমবঙ্গের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হয়েছিলেন ?
উত্তর: বিজনকুমার মুখোপাধ্যায়।
প্রশ্ন: (9) বিহু কোন রাজ্যের প্রধান উৎসব ?
উত্তর: আসাম।
প্রশ্ন: (10) ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ?
উত্তর: সুস্মিতা সেন।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.