প্রশ্ন: (1) বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি ?
উত্তর: ভ্যালেন্তিনা নিকোলায়েভা তেরেশকোভা।
প্রশ্ন: (2) ভারতের সিল্ক সিটি কাকে বলা হয় ?
উত্তর: ভাগলপুর।
প্রশ্ন: (3) ট্রম্বে তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: মহারাষ্ট্র।
প্রশ্ন: (4) ভারতের বস্ত্র গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তর: পুণে।
প্রশ্ন: (5) পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর: লর্ড লুইস মাউন্টব্যাটেন।
প্রশ্ন: (6) ভারতের প্রথম বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন ?
উত্তর: আলাউদ্দিন খলজী।
প্রশ্ন: (7) শ্রীজয়বর্ধনেপুরম কোট্টে কোন দেশের রাজধানীর নাম ?
উত্তর: শ্রীলংকা।
প্রশ্ন: (8) পশ্চিমবঙ্গের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হয়েছিলেন ?
উত্তর: বিজনকুমার মুখোপাধ্যায়।
প্রশ্ন: (9) বিহু কোন রাজ্যের প্রধান উৎসব ?
উত্তর: আসাম।
প্রশ্ন: (10) ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ?
উত্তর: সুস্মিতা সেন।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.