Breaking

Sep 27, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬১

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬১
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬১
প্রশ্ন: (1) ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় ?
উত্তর:: কালিদাস।
প্রশ্ন: (2) গোলাপি বিপ্লব কিসের সাথে সম্পর্কিত ?
উত্তর:: চিংড়ির উৎপাদন বৃদ্ধি।
প্রশ্ন: (3) ফটোফোবিয়া কি ?
উত্তর:: আলো ভীতি।
প্রশ্ন: (4) ওজোন স্তর সংরক্ষণ দিবস কবে পালন করা হয় ?
উত্তর:: ১৬ সেপ্টেম্বর।
প্রশ্ন: (5) স্ট্যাচু অব লিবার্টি -এই মূর্তিটি তে একটি তারিখ লেখা আছে সেটি কি ?
উত্তর:: ১৭৭৬ খ্রিস্টাব্দের ৪ জুলাই (আমেরিকার স্বাধীনতা দিবস)।
প্রশ্ন: (6) গ্রেট হিমালায়ান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
উত্তর:: হিমাচল প্রদেশ।
প্রশ্ন: (7) ভারতের সর্বোচ্চ সাহসী সম্মান কোনটি ?
উত্তর:: পরমবীর চক্র।
প্রশ্ন: (8) পুরুষসিংহ কার উপাধি ?
উত্তর:: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: (9) ISO -এর পূর্ণরূপ কি ?
উত্তর:: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অরগানাইজেশন।
প্রশ্ন: (10) ভারতের বৃহত্তম কয়লাখনি কোনটি ?
উত্তর:: ঝরিয়া।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.