Breaking

Sep 1, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৮

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৮
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৮
প্রশ্ন: (1) টাইফয়েডে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ?
উত্তর: অন্ত্র।
প্রশ্ন: (2) মানব শরীরের সবথেকে পাতলা ত্বকের নাম কি ?
উত্তর: চোখের পাতা।
প্রশ্ন: (3) কোন ব্যক্তি প্রথম জীবনে নরমপন্থী হলেও পরবর্তীকালে চরমপন্থী হন ?
উত্তর: বিপিনচন্দ্র পাল।
প্রশ্ন: (4) একা বিদ্রোহ কোন বছর এবং কার নেতৃত্বে হয়েছিল ?
উত্তর: মাদারি পাসির নেতৃত্বে 1921 খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (5) কাঞ্চির কৈলাসনাথ মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল ?
উত্তর: পল্লব।
প্রশ্ন: (6) SQL এর সম্পূর্ণ নাম কি ?
উত্তর: Structured Query Language।
প্রশ্ন: (7) কোন কোন গ্রহের বলয় দেখা যায় ?
উত্তর: বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন।
প্রশ্ন: (8) গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন প্রধানমন্ত্রীর আমলে সূচনা করা হয় ?
উত্তর: প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।
প্রশ্ন: (9) 'আইনবিদের স্বর্গ' বলতে কাকে বোঝায় ?
উত্তর: ভারতীয় সংবিধানকে।
প্রশ্ন: (10) প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক পেয়েছিলেন ?
উত্তর: কর্ণম মালেশ্বরী (ভারোত্তোলন)।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.