Breaking

Sep 5, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪২

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪২
প্রশ্ন: (1) বিখ্যাত কমিক চরিত্র টারজান -এর স্রষ্টা কে ?
উত্তর: এডগার রাইস বরোস।
প্রশ্ন: (2) কথাশিল্পী কাকে বলা হয় ?
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন: (3) "আমি বলবো না আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০টি কারণ বের করেছি" -উক্তিটি কার ?
উত্তর: টমাস আলভা এডিসন।
প্রশ্ন: (4) RAW কোথাকার গুপ্তচর সংস্থা ?
উত্তর: ভারত।
প্রশ্ন: (5) ভারতের প্রথম ভারতরত্নে ভূষিত মহিলা কে ?
উত্তর: ইন্দিরা গান্ধী।
প্রশ্ন: (6) প্রথম ভারতীয় পুরুষ যিনি হাইকোর্টের বিচারপতি হন ?
উত্তর: রমাপ্রসাদ রায়।
প্রশ্ন: (7) ভারতবর্ষের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় --এর নাম কি ?
উত্তর: অন্ধ্রপ্রদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: (8) 'বিজয় স্তম্ভ' কোথায় অবস্থিত ?
উত্তর: চিতোরগড়, রাজস্থান।
প্রশ্ন: (9) ব্যাঙাচির শ্বাসঅঙ্গের নাম কি ?
উত্তর: বহি:ফুলকা।
প্রশ্ন: (10) কুইক সিলভার কাকে বলা হয় ?
উত্তর: পারদকে।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.