Breaking

Sep 19, 2021

WBP General Intelligence and Reasoning Practice Set 1 PDF

WBP General Intelligence and Reasoning Practice Set 1 PDF
বন্ধুরা, আজকে তোমাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2021 প্রিলি. পরীক্ষার জেনারেল ইন্টেলিজেন্স -এর প্র্যাকটিস সেট ১ দেওয়া হলো। তোমরা প্র্যাকটিস সেটের মধ্য দিয়ে নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে তোমার মূল্যায়ন করে নিতে পারবে এবং তোমার আত্মবিশ্বাসকে আরোও শক্তিশালী করতে সক্ষম হবে এবং কোনো প্রশ্ন না পারলে সমাধান দেখে নিতে পারবে।

✿ নমুনা প্রশ্নোত্তর:
 ① বেমানান শব্দ চিহ্নিত করো।
🄰 দালাল
🄱 বিক্রেতা
🄲 ক্রেতা
🄳 হকার

② বেমানান শব্দ চিহ্নিত করো
🄰 পিস্তল
🄱 তরোবারি
🄲 বন্দুক
🄳 রাইফেল

③ বেমানান শব্দ চিহ্নিত করো।
🄰 পিথাগোরাস
🄱 গ্যালিলিও
🄲 আর্যভট্ট
🄳 কোপার্নিকাস

④ বেমানান শব্দ চিহ্নিত করো।
🄰 ভেদ
🄱 অভেদ
🄲 সমীকরণ
🄳 পূরক কোণ

⑤ বেমানান শব্দ চিহ্নিত করো।
🄰 হীরক
🄱 সালফার
🄲 ব্রোমিন
🄳 ফসফরাস

⑥ a _ _ b _ caab _ cc
🄰 abcc
🄱 abca
🄲 abcb
🄳 baca

⑦ p _ rsr _ sqs _ q _ qspr
🄰 qprp
🄱 qppr
🄲 qprr
🄳 pqrp

⑧ DP75, FU78, HZ81, JE84
🄰 LJ87
🄱 LJ88
🄲 LK87
🄳 HK88

⑨ 3, 5, 9, 17, 33, ?
🄰 68
🄱 67
🄲 66
🄳 65

⑩ 5, 10, 20, 40, 80, ?
🄰 150
🄱 180
🄲 160
🄳 110

⑪ HORSE এর সংকেত FMPQC হলে, CAMEL এর সংকেত কি হবে ?
🄰 AZKCK
🄱 AYKCK
🄲 AYKCJ
🄳 BYKDJ

⑫ CALCUTTA -র সংকেত LCCATAUT হলে, AGARTALA -র সংকেত কি হবে ?
🄰 AARGALTA
🄱 ATALGARA
🄲 ARAGLATA
🄳 ARAALGTA

⑬ SISTER -র সংকেত TKTVFT হলে, SCHOOL -র সংকেত কি হবে ?
🄰 TEIQPN
🄱 TFIRPM
🄲 TGJRPM
🄳 SEIRRN

⑭ LIVER -র সংকেত OCTGU হলে, MONEY -র সংকেত কি হবে ?
🄰 PCLMB
🄱 PDLNB
🄲 PMLCB
🄳 BCLMP

⑮ MASTER -র সংকেত SDQNBT হলে, GROUND -র সংকেত কি হবে ?
🄰 HSPTMC
🄱 CMTPSH
🄲 TMCAQF
🄳 VOEFQN

⑯ প্রদত্ত শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না। 
REVOLUTIONARY
🄰 REVOLT
🄱 TRAIL
🄲 VOCATION
🄳 VOLUNTARY

⑰ প্রদত্ত শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না। 
CAPITALISTIC
🄰 LIST
🄱 HEPAITIC
🄲 PLASTIC
🄳 SCALP

⑱ প্রদত্ত শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে ।
MANUFACTURE
🄰 FRACTURE
🄱 MANNER
🄲 MATTER
🄳 FACE

⑲ ইংরেজি বর্ণমালার শেষ থেকে 22 তম বর্ণের ডানদিকের সপ্তম বর্ণ কোনটি ?
🄰 M
🄱 N
🄲 L
🄳 K

⑳ ইংরেজি বর্ণমালায় বামদিক থেকে 20তম বর্ণ কোনটি ?
🄰 S
🄱 T
🄲 U
🄳 R
সম্পুূর্ণ সেটটি পিডিএফে দেওয়া আছে।

File Details :-
File Name :- WBP কনস্টেবল/লেডি কনস্টেবল প্রিলি. পরীক্ষার জেনারেল ইন্টেলিজেন্স প্র্যাকটিস সেট ১
File Language :- Bengali
File Size :-  445 KB
No. of Pages :- 09


No comments:

Post a Comment

Don't Leave any spam link.