Breaking

Sep 16, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৫১

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৫১
প্রশ্ন: (1) কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন: (2) মানুষের শরীরের সবথেকে ছোট হাড় কোনটি ?
উত্তর: স্টেপিস।
প্রশ্ন: (3) সুন্দরলাল বহুগুনা কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর: চিপকো আন্দোলন।
প্রশ্ন: (4) অর্জুন পুরস্কার কি জন্য দেওয়া হয় ?
উত্তর: খেলাধুলায় বিশেষ পারদর্শিতার জন্য।
প্রশ্ন: (5) ইয়োলো বুক কোন দেশের সরকারি নথি ?
উত্তর: ফ্রান্স।
প্রশ্ন: (6) বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যা যুক্ত দেশ কোনটি ?
উত্তর: ভ্যাটিকানসিটি।
প্রশ্ন: (7) 'দ্য প্রিন্স' বইটি কার লেখা ?
উত্তর: মেকিয়াভেলি।
প্রশ্ন: (8) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ?
উত্তর: প্রতিভা পাটিল।
প্রশ্ন: (9) শান্তির মানুষ কাকে বলা হয় ?
উত্তর: লাল বাহাদুর শাস্ত্রী।
প্রশ্ন: (10) ATP -এর পুরো নাম কি ?
উত্তর: অ্যাডিনোসিন ট্রাই ফসফেট।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.