Breaking

Sep 9, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৪

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৪
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৪৪
প্রশ্ন: (1) ভারতের প্রথম মহিলা পাইলটের নাম কি ?
উত্তর: দূর্বা ব্যানার্জি।
প্রশ্ন: (2) ভারতের প্রথম পুরুষ যিনি নোবেল পুরস্কার পান ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: (3) ISI কোন দেশের গুপ্তচর সংস্থা ?
উত্তর: পাকিস্তান।
প্রশ্ন: (4) আধুনিক শারীরবিদ্যার জনক কাকে বলা হয় ?
উত্তর: উইলিয়াম হার্ভে।
প্রশ্ন: (5) লোকসভার কোনও সদস্য তাঁর ইস্তফাপত্র কাকে জমা দেন ?
উত্তর: লোকসভার স্পীকার'কে।
প্রশ্ন: (6) 'Mooknwalk' বইটি কার লেখা ?
উত্তর: মাইকেল জ্যাকসন।
প্রশ্ন: (7) তেহরী বাঁধ পরিকল্পনা কোন নদীকে কেন্দ্র করে হয়েছে ?
উত্তর: ভাগীরথী নদী (উত্তর প্রদেশ)।
প্রশ্ন: (8) ভারতে ভগবানের নিজের দেশ কাকে বলে ?
উত্তর: কেরালা।
প্রশ্ন: (9) কেন্দ্রীয় রাজপথ গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তর: দিল্লিতে।
প্রশ্ন: (10) পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি ?
উত্তর: সাইবেরিয়ার সমভূমি।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.