Breaking

Sep 30, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬৪

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬৪
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৬৪
প্রশ্ন: (1) ক্লিওপেট্রা চরিত্রের স্রষ্টা কে ?
উত্তর: শেক্সপিয়ার।
প্রশ্ন: (2) পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ?
উত্তর: সুপেরিয়র হ্রদ।
প্রশ্ন: (3) যোগ জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে ?
উত্তর: সরাবতী।
প্রশ্ন: (4) ভারতের সিটি অফ ব্লাড (City of Blood) কোন শহরকে বলা হয় ?
উত্তর: তেজপুর (আসাম)।
প্রশ্ন: (5) চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তর: দ্বিতীয়।
প্রশ্ন: (6) মানুচি কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন ?
উত্তর: ঔরঙ্গজেব।
প্রশ্ন: (7) ইংরেজরা কবে দেওয়ানি লাভ করেন ?
উত্তর: ১৭৬৫ খ্রি:।
প্রশ্ন: (8) কামরূপ -এর বর্তমান নাম কি ?
উত্তর: আসাম।
প্রশ্ন: (9) ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
উত্তর: হোমিও জাহাঙ্গীর ভাবা।
প্রশ্ন: (10) প্রথম এশিয়া কাপ ক্রিকেট কোন দল চ্যাম্পিয়ন হয় ?
উত্তর: ভারত।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.