Breaking

Sep 20, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৫৫

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৫৫
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্ন উত্তর সেট ৫৫
প্রশ্ন: (1) বাংলা ভাষায় ভারতের প্রথম স্বদেশী সংবাদপত্রের নাম কি ?
উত্তর: সমাচার দর্পণ।
প্রশ্ন: (2) ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি ?
উত্তর: রাজা হরিশচন্দ্র।
প্রশ্ন: (3) ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর: ড: রাজেন্দ্র প্রসাদ (12 বছর 2 মাস 18 দিন)।
প্রশ্ন: (4) 'ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (FAO)' -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: রোম।
প্রশ্ন: (5) 'ইন্ডিয়া উইনস ফ্রিডম' -বইটি কার লেখা ?
উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ।
প্রশ্ন: (6) ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয় ?
উত্তর: শিলিগুড়ি।
প্রশ্ন: (7) কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: মহারাষ্ট্র।
প্রশ্ন: (8) আদিনা মসজিদ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর: সিকান্দার শাহ।
প্রশ্ন: (9) পোলিও রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় ?
উত্তর: পা।
প্রশ্ন: (10) E-mail এর E শব্দের অর্থ কি ?
উত্তর: ইলেকট্রনিক।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.