হ্যালো, প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের জন্য ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত প্রথম ব্যক্তিদের তালিকা দেওয়া হলো। তোমরা এটার পিডিএফ নিচের থেকে ডাউনলোড করে নিও। যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই বিষয় থেকে প্রশ্ন আসতেই পারে।
দেশের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত প্রথম ব্যক্তি
প্রথম নিযুক্ত | নাম |
---|---|
প্রথম রাষ্ট্রপতি | ড. রাজেন্দ্র প্রসাদ |
প্রথম উপ-রাষ্ট্রপতি | ড: এস. রাধাকৃষ্ণাণ |
প্রথম প্রধানমন্ত্রী | জওহরলাল নেহরু |
প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী | সর্দার বল্লভভাই প্যাটেল |
প্রথম রেলমন্ত্রী | জন মাথাই |
প্রথম প্রতিরক্ষামন্ত্রী | সর্দার বলদেব সিং |
প্রথম অর্থমন্ত্রী | আর. এ. সানমুগাম চেট্টি |
প্রথম বিদেশমন্ত্রী | জওহরলাল নেহরু |
প্রথম ভারতীয় গভর্নর জেনারেল | সি. রাজাগোপালাচারী |
স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল | লর্ড মাউন্টব্যাটেন |
ভারতের প্রথম বিচারপতি | হরিলাল জে. কানিয়া |
ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার | সুকুমার সেন |
প্রথম প্রধান সেনা স্টাফ | জেনারেল রাজেন্দ্র সিং |
প্রথম বায়ুপ্রধান | এয়ার মার্শাল থমাস এলামথ্রিস্ট |
প্রথম প্রধান নৌসম্পদ | আর.ডি. কাটারি |
প্রথম চিফ ইনফর্মেশন কমিশনার | ওয়াজাহাট হাবিউল্লাহ |
প্রথম কেন্দ্রীয় সতর্কপ্রহরী কমিশনার | এন. শ্রীনিবাস রাও |
প্রথম অ্যাটর্নি জেনারেল | এম.সি সীতালাভড |
লোকসভার প্রথম স্পিকার | জি.ভি মাভালঙ্কার |
প্রথম ক্যাবিনেট সেক্রেটারি | এন. আর পিল্লাই |
সম্পুূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details :-
File Name :- ভারতবর্ষের প্রথম নিযুক্তি PDF
File Language :- Bengali
File Size :- 425 KB
No. of Pages :- 02
No comments:
Post a Comment
Don't Leave any spam link.