Breaking

Aug 9, 2021

West Bengal Nursing Entrance Mocktest Part 14 in Bengali

West Bengal Nursing Entrance Mocktest Part 14 in Bengali
West Bengal Nursing Entrance Mocktest Part 14 in Bengali

নার্সিং এন্ট্রান্স মক টেস্ট:
1/10
তামাক থেকে পাওয়া যায় −
ক্যাফিন
থেইন
আফিম
নিকোটিন
2/10
মুখবিবরে কোন ধরনের খাবার পরিপাক হয় ?
শর্করা
প্রোটিন
ফ্যাট
কোনটিই সঠিক নয়
3/10
কোন উষ্ণতায় দুটি হালকা নিউক্লিয়াস সংযোজিত হয় ?
10⁶ K
10⁷ K
10⁸ K
10⁹ K
4/10
মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভারের উদাহরণ ?
প্রথম শ্রেণীর লিভার
দ্বিতীয় শ্রেণীর লিভার
তৃতীয় শ্রেণীর লিভার
চতুর্থ শ্রেণীর লিভার
5/10
নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত ?
জল
ক্লোরোফর্ম
ইথার
বেঞ্জিন
6/10
ফুসফুসের বাইরে ব্রঙ্কাস দুটি মিলিত হয়ে যে নালি গঠন করে তাকে কি বলে ?
গ্লটিস
গলবিল
ট্রাকিয়া
নাসারন্ধ্র
7/10
বায়োমাস কাকে বলে ?
পেট্রোল
মাটি চাপা পড়া উদ্ভিদ
প্রাণিজ বা উদ্ভিজ্জ বর্জ্যপদার্থ
কার্বন ডাই অক্সাইড
8/10
মানুষের রক্ত কি ধরনের হয় ?
আম্লীক
সামান্য ক্ষারীয়
প্রশম
কোনোটিই নয়
9/10
ভারী জলের সংকেত কি ?
D₂O
O₂
NO₂
NH₃
10/10
রেটিনা ও অপটিক স্নায়ুর যে মিলন স্থলে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, তাকে কি বলে ?
পীত বিন্দু
অন্ধবিন্দু
অপটিক স্নায়ু
স্ক্লেরা
Result:

More Mocktest Link
নার্সিং টেস্ট পর্ব ১৫ Click Here
নার্সিং টেস্ট পর্ব ১৩ Click Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.