1/10
bb_ab/bbb_b/bbb_b/bbba_/bbb_b
Explanation: bbbab/bbbab/bbbab/bbbab/bbbab
2/10
কোনও সাংকেতিক ভাষায় ABCDE = BCDEF কোড করা হয়, তাহলে STUVW = কি হবে ?
Explanation: এখানে পরের অক্ষরটিকে কোড করা হয়েছে TUVWX
3/10
ইংরেজি অভিধান অনুসারে কোন শব্দটি প্রথমে আসবে।
Explanation: Position => Positive => Possessive => Possible
4/10
নিচের শব্দটির অক্ষরগুলি ব্যবহার করে কোন শব্দটি লেখা যাবে না।
ACCOUNTANT
Explanation: CAUTION বানানে 'i' আছে কিন্তু ACCOUNTANT বানানে 'i' নেই।
5/10
সৌমিক একটি লাইনে বাঁদিক থেকে সপ্তদশ এবং ডান দিক থেকে নবম স্থানে দাঁড়িয়ে আছে। লাইনে মোট কতজন আছে ?
Explanation: (17 + 9) - 1 = 25
6/10
নিচের কোনটি আলাদা।
Explanation: নিউ দিল্লি হলো দেশের রাজধানী, বাকিগুলি রাজ্যের রাজধানী।
7/10
Eye : Vision : : Tongue : ?
Explanation: দেখার জন্য চোখ একইভাবে কথা বলার জন্য জিহ্বা।
8/10
ভুল সংখ্যাটি নির্ণয় করো।
3, 12, 27, 50, 75, 108
Explanation: 22-12=3, 42-22= 12, 62-32=27, 82-42=48, 102-52=75, 122-62=108
9/10
তমালিকা কোনো এক স্থান থেকে প্রথমে 100 মিটার দক্ষিণে গেল। সেখান থেকে 70 মিটার উত্তরে এবং তারপর 40 মিটার পূর্বে গেল। শুরুর বিন্দু থেকে তার বর্তমান অবস্থান কোন দিকে এবং কতদূরে ?
10/10
÷ মানে ভাগ, − মানে যোগ, × মানে বিয়োগ এবং + মানে গুণ হলে,
8÷4-6+3×4 = কত ?
Explanation: 8÷4-6+3×4 ⇒ 8÷4+6×3-4 ⇒ 2+18-4 ⇒16
Result:
More Mocktest | Link |
---|---|
জি.আই টেস্ট পর্ব ৪২ | Click Here |
জি.আই টেস্ট পর্ব ৪১ | Click Here |
No comments:
Post a Comment
Don't Leave any spam link.