Breaking

Aug 20, 2021

GNM and ANM Nursing 2021 Mocktest in Bengali Part 22

GNM and ANM Nursing 2021 Mocktest in Bengali Part 22
GNM and ANM Nursing 2021 Mocktest in Bengali Part 22

 ➢WBJEE Nursing Entrance Exam :
1/10
বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কত ?
77.17%
20.60%
0.03%
0.09%
2/10
নিম্নের কোনটি গৌণ খাদক ?
কুকুর
গরু
বাঘ
তিমি
3/10
উদ্ভিদ অঙ্গের চলন জলের উৎসের গতিপথ অনুসারে হলে সেই ধরনের চলনকে কি বলে ?
হাইড্রোট্রপিক চলন
ট্যাকটিক চলন
জিওট্রপিক চলন
ফটোট্রপিক চলন
4/10
নিম্নের কোন প্রাণীটি গমনে অক্ষম ?
অ্যামিবা
আরশোলা
প্রবাল
কেঁচো
5/10
কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে ?
ভিটামিন এ
ভিটামিন বি
ভিটামিন ডি
ভিটামিন ই
6/10
হ্যালোফাইট উদ্ভিদগুলি কিরকম মাটিতে জন্মায় ?
লবণাক্ত মাটি
কালো মাটি
লাল মাটি
কোনোটিই নয়
7/10
ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ?
জে.জে থমসন
মরিস গোল্ড হেবার
আর্নেস্ট রাদারফোর্ড
আইজ্যাক নিউটন
8/10
রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
হকি
ফুটবল
ক্রিকেট
কবাডি
9/10
ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি কি ?
বৃতি
দলমন্ডল
ডিম্বাশয়
পরাগধানী
10/10
তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কি রকম হয় ?
1 এর চেয়ে বেশি হয়
1 এর চেয়ে কম হয়
1 এর সমান হয়
শূন্য হয়
Result:

মকটেস্টলিঙ্ক
নার্সিং মকটেস্ট পর্ব ২৩Click Here
নার্সিং মকটেস্ট পর্ব ২১Click Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.