Breaking

Aug 12, 2021

ডব্লিউ.বি.সি.এস প্রিলি জিকে মকটেস্ট পর্ব ২৯

ডব্লিউ.বি.সি.এস প্রিলি জিকে মকটেস্ট পর্ব ২৯
ডব্লিউ.বি.সি.এস প্রিলি জিকে মকটেস্ট পর্ব ২৯

WBCS GK Mocktest:
1/10
স্বদেশ বান্ধব সমিতি কে গঠন করেন ?
পুলিনবিহারী দাস
অশ্বিনীকুমার দত্ত
যোগেশ চন্দ্র চ্যাটার্জী
চন্দ্রশেখর আজাদ
2/10
'গরিবি হটাও' শ্লোগানটি প্রথম কে দিয়েছিলেন ?
ইন্দিরা গান্ধী
রাজীব গান্ধী
সোনিয়া গান্ধী
রাহুল গান্ধী
3/10
"স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" কে লিখেছিলেন ?
দ্বিজেন্দ্রলাল রায়
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
নবীনচন্দ্র সেন
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
4/10
মুজাফফরপুর খুন (1908) −এর সাথে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন ?
বিনয় বসু, বাদল গুপ্ত
সূর্যসেন, লোকনাথ বল
দামোদর এবং বালকৃষ্ণ চাপেকর
প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম বসু
5/10
গোন্ডদের প্রধান পেশা কি ছিল ?
খাদ্য সংগ্রহ
শিকার
কৃষিকাজ
কোনোটিই নয়
6/10
ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কে ?
কেন্দ্রীয় মন্ত্রিসভা
রাষ্ট্রপতি
সংসদ
সুপ্রিম কোর্ট
7/10
সিন্ধু নদের উৎপত্তিস্থল হলো -
শেষনীল হ্রদ
ভীমতাল হ্রদ
নামের হ্রদ
মানস সরোবর
8/10
ইয়োলো বুক −কোন দেশের সরকারি নথি ?
ইতালি
জার্মানি
ব্রিটিশ সরকার
ফ্রান্স
9/10
বিজয় সমাধি −কে স্থাপন করেন ?
শাহজাহান
মহারানা কুম্ভ
মতিলাল নেহরু
সিদ্ধা রাজা
10/10
ভারতের প্রাসাদ নগরী কাকে বলা হয় ?
শ্রীনগর
কোচিন
কলকাতা
জয়পুর
Result:

More Mocktest Link
ডব্লিউ.বি.সি.এস টেস্ট পর্ব ২৭ Click Here
ডব্লিউ.বি.সি.এস টেস্ট পর্ব ২৮ Click Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.