Breaking

Aug 16, 2021

ডব্লিউ.বি.সি.এস প্রিলি জিকে মকটেস্ট পর্ব ৩১

ডব্লিউ.বি.সি.এস প্রিলি জিকে মকটেস্ট পর্ব ৩১
ডব্লিউ.বি.সি.এস প্রিলি জিকে মকটেস্ট পর্ব ৩১

WBCS Mocktest:
1/10
নীল বিদ্রোহ কত সালে হয়েছিল ?
1865
1859
1840
1869
2/10
চম্পারন সত্যাগ্রহ (1917) কোন ভাইসরয়ের সময় হয়েছিল ?
লর্ড হার্ডিঞ্জ
লর্ড আরউইন
লর্ড চেমসফোর্ড
লর্ড মিন্টো
3/10
ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে (1929) সভাপতি কে ছিলেন ?
মতিলাল নেহেরু
জওহরলাল নেহেরু
মহাত্মা গান্ধী
সর্দার বল্লভভাই প্যাটেল
4/10
"ঠিক যেমন জল আর আগুন কখনো একসাথে থাকতে পারে না, ঠিক সেইরকম কাপুরুষতা এবং অহিংসার সহবস্থান সম্ভব নয়।" -বিবৃতিটি কার ?
বালগঙ্গাধর তিলক
অরবিন্দ ঘোষ
নেতাজি সুভাষচন্দ্র বসু
গান্ধীজী
5/10
সাইমন কমিশন কি কারনে নিয়োগ করা হয়েছিল ?
ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য
শাসন সংস্কারের জন্য
শিক্ষা সংস্কারের জন্য
জেল কোড সংস্কারের জন্য
6/10
গুরু পঙ্কজ চরণদাস কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত ?
ভারতনাট্যম
কথাকলি
কুচিপুড়ি
ওডিসি
7/10
'দাদরা' কোথাকার লোকনৃত্য ?
কর্ণাটক
বিহার
উত্তর প্রদেশ
রাজস্থান
8/10
ভাগীরথী নদীর তীরে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন শহরটি অবস্থিত
মালদা
বহরমপুর
বালুরঘাট
জলপাইগুড়ি
9/10
জাতীয় উৎপাদন বাজার দরে এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসেবের তফাৎ হল -
প্রত্যক্ষ কর
অপ্রত্যক্ষ কর
ট্রানস্ফার পেমেন্ট
ভর্তুকি ব্যয়
10/10
স্বাভাবিক পুরুষের জেনেটিক বিন্যাস হল -
XY ক্রোমোজোম
XO ক্রোমোজোম
XX ক্রোমোজোম
XXO ক্রোমোজোম
Result:

More Mocktest Link
ডব্লিউ.বি.সি.এস টেস্ট পর্ব ৩০ Click Here
ডব্লিউ.বি.সি.এস টেস্ট পর্ব ২৯ Click Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.