Breaking

Aug 30, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৬

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৬
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৬
(1) তড়িৎচালক বলের SI এবং ব্যবহারিক একক কোনটি ?
উত্তর: ভোল্ট।
(2) E = mc2 এখানে m এর অর্থ কি ?
উত্তর: ভর (mass)।
(3) মেগালোব্লাস্ট অ্যানিমিয়া কিসের অভাবে হয় ?
উত্তর: ফোলিক অ্যাসিডের অভাবে।
(4) উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম কোশ কোনটি ?
উত্তর: কোন কোশ।
(5) দুইটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও ?
উত্তর: পেরিপেটাস (Peripetas) নামক সন্ধিপদ, জিংগোবাইলোবা (Ginkgo biloba) নামক ব্যক্তবীজী উদ্ভিদ।
(6) স্নুকারে কতগুলি বল থাকে ?
উত্তর: 22 টি।
(7) শেষ মুঘল সম্রাটের নাম কি ?
উত্তর: বাহাদুর শাহ জাফর।
(8) জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় ?
উত্তর: অ্যালান অক্টোভিয়ান হিউম।
(9) তিস্তার উৎসস্থল কি ?
উত্তর: সিকিমের জেমু হিমবাহ।
(10) 'রাজকাহিনী' বইটি কার লেখা ?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.