Breaking

Aug 29, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৫

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৫
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৫
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৫
প্রশ্ন: (1) প্রথম ভারতীয় যিনি রসায়নে নোবেল পেয়েছেন:
উত্তর: স্যার ভেঙ্কটরমন রাধাকৃষ্ণণ।
প্রশ্ন: (2) লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: বহুলুল লোদী।
প্রশ্ন: (3) গিয়াসউদ্দিন তুঘলকের সমাধি কে নির্মাণ করেন ?
উত্তর: মহম্মদ বিন তুঘলক।
প্রশ্ন: (4) কোন শিখ গুরু অমৃতসর শহরটি প্রতিষ্ঠা করেন ?
উত্তর: গুরু রামদাস।
প্রশ্ন: (5) নেহরু কমিটির রিপোর্ট কবে পেশ হয় ?
উত্তর: 1928 খ্রি: আগস্ট মাসে।
প্রশ্ন: (6) 'দ্যা ইমেনেন্স অফ গড (The Immanence Of God)' -বইটি কার লেখা ?
উত্তর: এম. এম. মালব্য।
প্রশ্ন: (7) রুক্সিনি অরুণডালে কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর: ভারতনাট্যম।
প্রশ্ন: (8) অঞ্জলি জলপ্রপাত কোন রাজ্যে দেখা যায় ?
উত্তর: কর্ণাটক।
প্রশ্ন: (9) টিটেনাস রোগে মানবদেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় ?
উত্তর: স্নায়ুতন্ত্র।
প্রশ্ন: (10) ভাইরাস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ?
উত্তর: ভিরোলজি (Virology)।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.