Breaking

Aug 31, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৭

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৭
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৭
প্রশ্ন: (1) বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন ?
উত্তর: সর্দার বল্লভ ভাই প্যাটেল।
প্রশ্ন: (2) অনুশীলন সমিতির প্রধান কেন্দ্র কলকাতার প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর: ব্যারিস্টার প্রমথনাথ মিত্র।
প্রশ্ন: (3) রাষ্ট্রপতি কোন সম্প্রদায়ের মধ্যে থেকে লোকসভায় মনোনয়ন করতে পারেন ?
উত্তর: অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়।
প্রশ্ন: (4) ইন্টারনেটের উদ্ভব হয় কোন দেশে ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: (5) টাইফয়েড জীবাণুর আকৃতি কি রকম হয় ?
উত্তর: দন্ডাকার।
প্রশ্ন: (6) ভারতীয়দের মধ্যে কে প্রথম ব্রিটিশ সরকারের দেওয়া "জাস্টিস অফ দা পীস" সম্মান পান ?
উত্তর: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
প্রশ্ন: (7) পেন্সিলে কোন পদার্থ ব্যবহার করা হয় ?
উত্তর: গ্রাফাইট।
প্রশ্ন: (8) ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থার জনক কাকে বলা হয় ?
উত্তর: লর্ড কর্নওয়ালিস।
প্রশ্ন: (9) পেঁপের হলুদ রং কোথা থেকে আসে ?
উত্তর: ক্যারোটিন থেকে।
প্রশ্ন: (10) শামুকের গমন অঙ্গের নাম কি ?
উত্তর: মাংসল পদ।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.