Breaking

Aug 4, 2021

জি.এন.এম এবং এ.এন.এম এন্ট্রান্স মকটেস্ট পর্ব ১১

জি.এন.এম এবং এ.এন.এম এন্ট্রান্স মকটেস্ট পর্ব ১১
জি.এন.এম এবং এ.এন.এম এন্ট্রান্স মকটেস্ট পর্ব ১১

GNM/ANM Mocktest Part: 11
1/10
জল হল একটি -
সমযোজী যৌগ
তড়িৎযোজী যৌগ
আয়নীয় যৌগ
অসমযোজী যৌগ
2/10
আরশোলার পায়ের সংখ্যা হল -
তিনটি
তিনজোড়া
চারটি
চারজোড়া
3/10
বদ্ধ সংবহনতন্ত্র বিশিষ্ট প্রাণীটি হল -
চিংড়ি
আরশোলা
শামুক
জোঁক
4/10
ডায়ালিসিস পদ্ধতি শরীরের কোন অঙ্গের সমস্যার জন্য করা হয় -
লিভার
কিডনি
ব্রেন
স্পাইনাল কর্ড
5/10
উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয় -
সিঙ্কোনা গাছের ছাল থেকে
সর্পগন্ধা গাছের মূল থেকে
কফি গাছের বীজ থেকে
ধুতুরা গাছের পাতা থেকে
6/10
লোভনীয় খাদ্যের দর্শনে লালা নিঃসৃত হয়, এটি কে নিয়ন্ত্রন করে -
মস্তিষ্ক
সুষুম্নাকাণ্ড
গুরুমস্তিষ্ক
লঘু মস্তিষ্ক
7/10
তড়িৎ ক্ষমতার SI একক কি -
ভোল্ট
ওহম
মিটার
ওয়াট
8/10
কোন কোষ অঙ্গাণুর মধ্য দিয়ে শ্বসনের ক্রেবস চক্র সম্পন্ন হয় ?
মাইটোকনড্রিয়া
রাইবোজোম
লাইসোজোম
কোনোটিই নয়
9/10
সাঁতার কাটার সাথে নিউটনের কোন গতিসূত্র সম্পর্কিত -
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
কোনোটিই নয়
10/10
RNA যুক্ত প্রাণী ভাইরাস নিম্নের কোনটি ?
বসন্ত ভাইরাস
মাম্পস ভাইরাস
পোলিও ভাইরাস
হাম ভাইরাস
Result:

More Mocktest Link
নার্সিং টেস্ট পর্ব ১০ Click Here
নার্সিং টেস্ট পর্ব ১২ Click Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.