Hello Readers,
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের ৪৯ টি সরকারি ও ৫৯ টি বেসরকারি নার্সিং ট্রেনিং স্কুলে ‘অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (এ.এন.এম ) ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জি.এন.এম ) কোর্সে ৭,০১৭ টি সীটে ভরতির জন্য এবার থেকে এন্ট্রান্স টেস্ট দিয়ে সফল হতে হবে । এই এন্ট্রান্স টেস্ট নেবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বাের্ড । এই পরীক্ষায় ৬৫ নম্বরের ৬৫ টি প্রশ্ন থাকবে এইসব বিষয়ে : (১) লাইফ সায়েন্স ( নবম দশম লেভেল পর্যন্ত ) ২৫ টি , (২) ফিজিক্যাল সায়েন্স (নবম - দশম লেভেল পর্যন্ত) ১৫ টি , (৩) অ্যারিথমেটিক (নবম - দশম লেভেল পর্যন্ত) - ৫ টি , (৪) ইংরিজি গ্রামার -১০ টি , (৫) জেনারেল নলেজ- ৫ টি , (৬) লজিক্যাল রিজনিং- ৫ টি । সময় দেড় ঘন্টা।
তাই তোমাদের প্রস্তুতিকে একটু এগিয়ে নিয়ে যাবার জন্য আজকে মকটেস্ট পর্ব ১৫ উপস্থাপন করা হলো। মকটেস্টটি দিতে নিচে মকটেস্ট শুরু করুন বাটনে ক্লিক করে অংশগ্রহন করুন । প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় থাকবে 60 সেকেন্ড। বন্ধুরা পোস্টটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং এমন মকটেস্ট দিতে প্রত্যহ আমাদের সাইট ফলো করুন অথবা আপডেট পেতে টেলিগ্রামে যুক্ত হয়ে যান।
বিষয় | বিজ্ঞান |
মোট প্রশ্ন | ১০টি |
পূর্ণমান | ১০ |
সময় | ৬০ সেকেন্ড/প্রশ্ন |
নার্সিং এন্ট্রান্স মকটেস্ট
সময়: ৬০ সেকেন্ড/প্রশ্ন
score:
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
আরোও দেখুন | লিঙ্ক |
---|---|
Nursing এন্ট্রান্স টেস্ট পর্ব ১৪ | Click Here |
Nursing এন্ট্রান্স টেস্ট পর্ব ১৬ | Click Here |
No comments:
Post a Comment
Don't Leave any spam link.