Breaking

Aug 3, 2021

কলকাতা পুলিশ জিকে মকটেস্ট পর্ব ৫

কলকাতা পুলিশ জিকে মকটেস্ট পর্ব ৫
কলকাতা পুলিশ জিকে মকটেস্ট পর্ব ৫

Kolkata Police Mocktest:
1/10
জৈন পণ্ডিত ভদ্রবাহুর শিষ্য ছিলেন -
বিম্বিসার
চন্দ্রগুপ্ত মৌর্য
মহাপদ্মনন্দ
খারবেল
2/10
মালবিকাগ্নিমিত্রম গ্রন্থের নায়ক হলেন -
বৃহদ্রথ
পুষ্যমিত্র শুঙ্গ
অগ্নিমিত্র সুঙ্গ
অশোক
3/10
কোন ঘটনা গান্ধীজিকে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করেছিল ?
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
স্বরাজ দল প্রতিষ্ঠা
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
চৌরিচৌরার হিংসাত্মক ঘটনা
4/10
রাস্ট্রপতির পুনর্নির্বাচন কত নং ধারায় রয়েছে -
59 নং ধারা
57 নং ধারা
62 নং ধারা
কোনোটিই নয়
5/10
সিরোজেম মৃত্তিকার অপর নাম কি ?
জলাভূমির মৃত্তিকা
লৌহমিশ্রিত অনুর্বর মৃত্তিকা
বালুকাময় মরু মৃত্তিকা
কৃষ্ণ মৃত্তিকা
6/10
ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা কি ধরনের -
সদবিম্ব
অসদবিম্ব
উভয়ই
কোনোটিই নয়
7/10
জার্ক শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় ?
সাঁতার
ভলিবল
ব্যাডমিন্টন
ওয়েট লিফটিং
8/10
দেরাদুনে নিচের কোনটি অবস্থিত -
ভারতীয় সেনা অ্যাকাডেমি
ভারতীয় নৌ অ্যাকাডেমি
জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমী
জাতীয় ডিফেন্স কলেজ
9/10
কপিলাবস্তু জায়গাটির নাম নিম্নের কার সঙ্গে জড়িত -
নেপোলিয়ন বোনাপার্ট
যীশু খ্রীষ্ট
গৌতম বুদ্ধ
গুরু নানক
10/10
চিত্রলেখা (Chitralekha) বইটি কে রচনা করেছেন ?
ভগবতী চরণ ভার্মা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সরোজিনী নাইডু
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Result:

More Mocktest Link
কলকাতা পুলিশ টেস্ট পর্ব ৩ Click Here
কলকাতা পুলিশ টেস্ট পর্ব ৪ Click Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.