সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৩ |
প্রশ্ন: (1) বরেলি শহর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: রামগঙ্গা।
প্রশ্ন: (2) তালকোনা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।
প্রশ্ন: (3) গোদাবরী'র ডানতীরস্থ উপনদী কোনটি ?
উত্তর: মঞ্জিরা।
প্রশ্ন: (4) ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি ?
উত্তর: NH47
প্রশ্ন: (5) লোথিয়ান দ্বীপ অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উত্তর: দক্ষিণ 24 পরগনা।
প্রশ্ন: (6) কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় ?
উত্তর: কঠিন মাধ্যমে।
প্রশ্ন: (7) একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও ?
উত্তর: ইথিলিন।
প্রশ্ন: (8) 'ভারতমাতা সোসাইটি' কে বা কারা প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর: অজিৎ সিং ও অম্বা প্রসাদ।
প্রশ্ন: (9) সিমুক কোন রাজবংশের শাসক ছিলেন ?
উত্তর: সাতবাহন।
প্রশ্ন: (10) ' ভূগোল' পুস্তকটি কার লেখা ?
উত্তর: টলেমি (গ্রীক)।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.