Breaking

Aug 12, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩১

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩১ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩১ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

প্রশ্ন: (1) ব্রিটিশ ভারতে রেগুলেটিং অ্যাক্ট কোন বছর গৃহীত হয় ?
উত্তর: ১৭৭৩ সালে।
প্রশ্ন: (2) 'Precepts of Jesus' কে লেখেন ?
উত্তর: রাজা রামমোহন রায়।
প্রশ্ন: (3) ভারতের প্রথম শ্রমিক সংঘ কোথায় গড়ে ওঠে ?
উত্তর: মাদ্রাজে।
প্রশ্ন: (4) কলকাতা পুর নিগমের প্রধান প্রশাসনিক সংস্থার নাম কি ?
উত্তর: মেয়র পরিষদ।
প্রশ্ন: (5) পচা ডিমের মতো গন্ধ হয় কোন গ্যাসের ?
উত্তর: হাইড্রোজেন সালফাইট।
প্রশ্ন: (6) লুনার কস্টিক কি ?
উত্তর: সিলভার নাইট্রেট -কে লুনার কস্টিক বলা হয়।
প্রশ্ন: (7) লোহায় মরচে পড়া কি ধরনের পরিবর্তনের উদাহরণ ?
উত্তর: রাসায়নিক পরিবর্তন।
প্রশ্ন: (8) ক্ষুদ্রতম ভাইরাসের নাম কি ?
উত্তর: রাইনো ভাইরাস।
প্রশ্ন: (9) রাদারফোর্ড কিসের একক ?
উত্তর: তেজস্ক্রিয়তা।
প্রশ্ন: (10) ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে স্থাপিত হয় ?
উত্তর: 1935 সালে।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.