প্রশ্ন: (1) ব্রিটিশ ভারতে রেগুলেটিং অ্যাক্ট কোন বছর গৃহীত হয় ?
উত্তর: ১৭৭৩ সালে।
প্রশ্ন: (2) 'Precepts of Jesus' কে লেখেন ?
উত্তর: রাজা রামমোহন রায়।
প্রশ্ন: (3) ভারতের প্রথম শ্রমিক সংঘ কোথায় গড়ে ওঠে ?
উত্তর: মাদ্রাজে।
প্রশ্ন: (4) কলকাতা পুর নিগমের প্রধান প্রশাসনিক সংস্থার নাম কি ?
উত্তর: মেয়র পরিষদ।
প্রশ্ন: (5) পচা ডিমের মতো গন্ধ হয় কোন গ্যাসের ?
উত্তর: হাইড্রোজেন সালফাইট।
প্রশ্ন: (6) লুনার কস্টিক কি ?
উত্তর: সিলভার নাইট্রেট -কে লুনার কস্টিক বলা হয়।
প্রশ্ন: (7) লোহায় মরচে পড়া কি ধরনের পরিবর্তনের উদাহরণ ?
উত্তর: রাসায়নিক পরিবর্তন।
প্রশ্ন: (8) ক্ষুদ্রতম ভাইরাসের নাম কি ?
উত্তর: রাইনো ভাইরাস।
প্রশ্ন: (9) রাদারফোর্ড কিসের একক ?
উত্তর: তেজস্ক্রিয়তা।
প্রশ্ন: (10) ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে স্থাপিত হয় ?
উত্তর: 1935 সালে।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.