Breaking

Aug 28, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৪

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৪
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৪
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩৪
প্রশ্ন: (1) কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটির নাম কি ?
উত্তর: ইথিলিন।
প্রশ্ন: (2) ইটাই-ইটাই রোগটি কোন ধাতু দূষণের ফলে হয় ?
উত্তর: ক্যাডমিয়াম।
প্রশ্ন: (3) বিশ্ব প্রাণী দিবস কোন তারিখে পালন করা হয় ?
উত্তর: 3 অক্টোবর।
প্রশ্ন: (4) নামদফা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: অরুণাচল প্রদেশ।
প্রশ্ন: (5) 'বোস সংখ্যায়ন তত্ত্ব' -কার ধারণা ?
উত্তর: সত্যেন্দ্রনাথ বসু।
প্রশ্ন: (6) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে পরিকল্পিত হয় ?
উত্তর: মহলানবিশ মডেল।
প্রশ্ন: (7) প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত ?
উত্তর: 1914 - 1918 খ্রি:।
প্রশ্ন: (8) জাফর খাঁ -এর আসল নাম কি ?
উত্তর: আলাউদ্দিন বাহমন শাহ।
প্রশ্ন: (9) পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি ?
উত্তর: সৌদি আরব।
প্রশ্ন: (10) চৌধুরী চরণ সিং -এর সমাধিস্থলের নাম কি ?
উত্তর: কিষাণ ঘাট।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.