প্রশ্ন: (1) তাজউদ্দিন ফিরোজ শাহ কোন নদীর তীরে ফিরোজাবাদ নগর পত্তন করেন ?
উত্তর: ভীমা নদীর তীরে
প্রশ্ন: (2) গোল গম্বুজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: ইব্রাহিম আদিল শাহ
প্রশ্ন: (3) "পায়জি ম্যায়নে রাম রতন ধন পায়ো" -বিখ্যাত রচনাটি কার ?
উত্তর: মীরাবাঈ
প্রশ্ন: (4) মারহাট্টা পত্রিকা কে প্রকাশ করেন ?
উত্তর: বালগঙ্গাধর তিলক
প্রশ্ন: (5) "জিন্না হলেন হিন্দু-মুসলিম ঐক্যের দূত" -বিবৃতিটি কার ?
উত্তর: সরোজিনী নাইডু
প্রশ্ন: (6) মথুরা কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: যমুনা
প্রশ্ন: (7) মহাত্মা গান্ধী সেতু কোন নদীর উপর গড়ে উঠেছে ?
উত্তর: গঙ্গা
প্রশ্ন: (8) "ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস" -এর গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: কোঝিকোড (কেরালা)
প্রশ্ন: (9) ক্যাডমিয়াম সালফাইড -এর রঙ কিরকম হয় ?
উত্তর: হলুদ
প্রশ্ন: (10) মানব শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কত ?
উত্তর: 500 -700 gm. ।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.