Breaking

Aug 17, 2021

GNM and ANM Nurisng Mocktest in Bengali 2021 Part 19

GNM and ANM Nurisng Mocktest in Bengali 2021 Part 19
GNM and ANM Nurisng Mocktest in Bengali 2021 Part 19

ANM/GNM Mocktest:
1/10
খালি চোখে দেখা যায় এরূপ একটি উদ্ভিদকোশ হল-
মাইক্রোপ্লাজমা
অ্যাসিটাবুলারিয়া
ট্র্যাকিয়া
কোনোটিই নয়
2/10
স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা -
12 জোড়া
30 জোড়া
21 জোড়া
34 জোড়া
3/10
শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে (AC) কোন গ্যাস থাকে -
নিয়ন
হিলিয়াম
আর্গন
ফ্রেয়ন
4/10
রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের -
কাণ্ডে
বাকলে
মূলে
পাতায়
5/10
পত্রমোচন দ্বারা রেচন পদার্থ অপসারণ করে :
আপেল
শিমুল
পেয়ারা
কোনটিই নয়
6/10
আল্ট্রাসোনোগ্রাফি -তে কি ব্যবহার হয় ?
শব্দোত্তর তরঙ্গ
শব্দেতর তরঙ্গ
আলোকতরঙ্গ
কোনটিই নয়
7/10
কোনটি গ্রিনহাউস গ্যাস নয় ?
H2
CH4
CO2
CFC
8/10
ঋণাত্মক আধান থাকে -
ইলেকট্রনে
প্রোটনে
নিউট্রনে
নিউক্লিয়াসে
9/10
ভরবেগের ধারণা পাওয়া যায় নিউটনের -
প্রথম সূত্র থেকে
দ্বিতীয় সূত্র থেকে
তৃতীয় সূত্র থেকে
কোনোটিই নয়
10/10
প্যারামেসিয়ামের গমনাঙ্গ হল -
কর্ষিকা
ফ্লাজেলা
সিলিয়া
সিটা
Result:

More Mocktest Link
নার্সিং টেস্ট পর্ব ১৮ Click Here
নার্সিং টেস্ট পর্ব ২০ Click Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.