Breaking

Jul 27, 2021

ডব্লিউ.বি.সি.এস প্রিলি জিকে মকটেস্ট পর্ব ২৩

ডব্লিউ.বি.সি.এস প্রিলি জিকে মকটেস্ট পর্ব ২৩
WBCS test part 23

WBCS MOCKTEST
1/10
একটি বহি:ক্ষরা গ্রন্থির উদাহরণ হল -
থাইরয়েড
যকৃৎ
অগ্ন্যাশয়
শুক্রাশয়
2/10
সূর্যশিশির উদ্ভিদের পাতার রোম প্রোটিনের (পতঙ্গ) সংস্পর্শে আসামাত্র পতঙ্গের দিকে বেঁকে যায়। এই প্রকার চলনকে কি বলা হয় :
কেমোন্যাস্টি
সিসমোন্যাস্টি
থার্মোন্যাস্টি
কোনোটিই নয়
3/10
জেরোপথ্যালমিয়া (xeropthalmia) অর্থাৎ অন্ধত্ব লক্ষণ দেখা যায় কোন ভিটামিনের অভাবে ?
ভিটামিন এ
ভিটামিন বি
ভিটামিন সি
ভিটামিন ডি
4/10
বিজ্ঞানের ক্ষেত্রে নিচের কোন পুরস্কারটি দেওয়া হয় ?
পুলিৎজার পুরস্কার
কলিঙ্গ অ্যাওয়ার্ড
গ্রামি অ্যাওয়ার্ড
শংকর পুরস্কার
5/10
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
নিউইয়র্ক
জেনেভা
প্যারিস
ওয়াশিংটন
6/10
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ?
বিহার
মহারাষ্ট্র
তামিলনাড়ু
উত্তর প্রদেশ
7/10
"গতিধারা" প্রকল্পটি কোন রাজ্যের একটি প্রকল্প -
মহারাষ্ট্র
পশ্চিমবঙ্গ
ঝাড়খন্ড
উত্তর প্রদেশ
8/10
ইরাকের জাতীয় ফুলের নাম কি ?
গোলাপ
পদ্ম
টিউলিপ
ল্যাভেন্ডার
9/10
হাওয়া মহল কে স্থাপন করেন ?
আকবর
ফিরোজশাহ তুঘলক
মহারাজা প্রতাপ সিং
সর্দার বলদেব সিং
10/10
"মাউন্ট হ্যারিয়েট" জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
কর্ণাটক
মহারাষ্ট্র
আন্দামান ও নিকোবর
গুজরাট
Result:

More Mocktest Link
ডব্লিউ.বি.সি.এস টেস্ট পর্ব ২১ Click Here
ডব্লিউ.বি.সি.এস টেস্ট পর্ব ২২ Click Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.