Breaking

Jul 15, 2021

খনিজ ও আকরিক - Mineral and Ore

খনিজ ও আকরিক - Mineral and Ore


খনিজ ও আকরিক (Mineral and Ore) 

খনিজ (Mineral) : প্রকৃতিতে কোনাে ধাতু যৌগ আকারে অবস্থান করলে ওই যৌগকে মৌলটির খনিজ বলে। প্রকৃতিতে ধাতু, যৌগিক পদার্থ, পাথর বা শিলারুপে কঠিন অবস্থায় কখনও বা ভূপৃষ্ঠে আবার কখনও বা ভূগর্ভে অবস্থান করে। যেমন— ম্যাগনেটাইট হলো আয়রনের খনিজ। 

আকরিক (Ore) : যেসব খনিজ পদার্থ থেকে প্রয়ােজনীয় ধাতুকে অল্প খরচে এবং সহজ উপায়ে নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে। যেমন - অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক বক্সাইড ।

✯  নিচে আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক -এর প্রধান প্রধান আকরিকের নাম ও সংকেত গুলো দেখানো হলো :

ধাতু আকরিকের নাম ও সংকেত
ধাতুআয়রন (Fe) আকরিকের নাম ও সংকেতরেড হেমাটাইট (Fe2O3), ম্যাগনেটাইট (Fe3O4), ব্রাউন হেমাটাইট (Fe2O3, 3H2O), সিডেরাইট (FeCO3)
ধাতুকপার (Cu) আকরিকের নাম ও সংকেতম্যালাকাইট (CuCO3, Cu(OH)2), অ্যাজুরাইট (2CuCO3, Cu(OH)2), কিউপ্রাইট (Cu2O), কপার গ্লান্স বা চ্যালকোসাইট (Cu2S), কপার পাইরাইটিস (Cu2S, Fe2S3 বা CuFeS2)
ধাতুঅ্যালুমিনিয়াম (Al) আকরিকের নাম ও সংকেতবক্সাইড (Al2O3, 2H2O), গিবসাইট (Al2O3, 3H2O), ক্রায়োলাইট (AlF3, 3NaF), অ্যালুনাইট [Al2(SO4)3, K2SO4, 4Al(OH)3]
ধাতুজিঙ্ক (Zn) আকরিকের নাম ও সংকেতজিঙ্ক ব্লেন্ড (ZnS), ক্যালামাইন (ZnCo3), জিংকাইট (ZnO), ফ্রাঙ্কলিনাইট (ZnO, Fe2O3)

No comments:

Post a Comment

Don't Leave any spam link.