পশ্চিমবঙ্গ পুলিশ অঙ্ক মকটেস্ট পর্ব ৪৫ |
1/10
দুটি নল যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে একটি খালি চৌবাচ্চা জলপূর্ন করতে পারে। দুটি নল একসাথে খোলার 3 মিনিট পর প্রথম নলটি বন্ধ করা হল। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে ?
2/10
একটি গাড়ি 6 কিমি রাস্তা পরপর 4টি যথাক্রমে 25 কিমি/ঘণ্টা , 50 কিমি/ঘণ্টা 75 কিমি/ঘণ্টা এবং 150 কিমি/ঘণ্টা বেগে অতিক্রম করল। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ হল (কিমি/ঘণ্টা) -
3/10
একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একা ব্যাক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্লাটফর্মটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত ?
4/10
সঞ্জয়ের আয় সুমিতের থেকে 25% বেশি হলে, সুমিতের আয় সঞ্জয়ের থেকে কত শতাংশ কম ?
5/10
দুটি সংখ্যার যোগফল 160 ও তাদের অন্তর 10 হলে, সংখ্যা দুটি কি কি ?
6/10
এক ব্যবসায়ী ক্রয়মূল্যের থেকে 20% বেশি মুদ্রিত মূল্য রেখে 10% ছাড় দিলেন। তার প্রকৃত লাভ কত হলো -
7/10
রাম একটি কাজ 15 দিনে করতে পারে শ্যাম ওই কাজটি 12 দিনে করতে পারে। যদুর সহযোগিতায় তারা কাজটি 5 দিনে শেষ করল। তাহলে ওই কাজটি যদু একা কত দিনে শেষ করতে পারবে ?
8/10
একটি ক্ষুদ্রতম সংখ্যাকে যথাক্রমে 5, 6, 7 এবং 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 3। যখন সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা হয় তখন কোনো ভাগশেষ থাকে না। সংখ্যাটি নির্ণয় করো ?
9/10
দুটি সংখ্যার যোগফলের 40%, সংখ্যা দুটির বিয়োগফলের 50% এর সমান হলে, বড় ও ছোট সংখ্যার অনুপাত কত ?
10/10
A বছরের শুরুতেই 18000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে B 24000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। B কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল ?
Result:
সমাধানের জন্য এখানে ক্লিক করুন।
More Mocktest | Link |
---|---|
অঙ্ক মকটেস্ট পর্ব ৪৩ | Click Here |
অঙ্ক মকটেস্ট পর্ব ৪৪ | Click Here |
No comments:
Post a Comment
Don't Leave any spam link.