সালোকসংশ্লেষ (Photosynthesis) এবং শ্বসন (Respiration) কি এবং এদের পার্থক্য ? |
সালোকসংশ্লেষ এবং শ্বসন |
➤
সালােকসংশ্লেষের সংজ্ঞা (Definition of Photosynthesis) : যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরােফিলযুক্ত কোশে সূর্যালােকের উপস্থিতিতে এবং ক্লোরােফিলের সহায়তায় পরিবেশ থেকে শােষিত জল ও কার্বন ডাই-অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা (গ্লুকোজ) সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরুপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালােকসংশ্লেষ বা ফটোসিন্থেসিস বলে।
➤ শ্বসনের সংজ্ঞা (Definition of Respiration) : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোশস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং কার্বন ডাই-অক্সাইড ও জল উৎপন্ন হয়, তাকে শ্বসন (Respiration) বলে।
➤
সালোকসংশ্লেষ এবং শ্বসনের পার্থক্য :
সালোকসংশ্লেষ |
শ্বসন |
1. সালােকসংশ্লেষ কেবল মাত্র ক্লোরােফিল যুক্ত কোশে দিনের বেলায় সূর্যালােকের উপস্থিতিতে ঘটে। |
1. শ্বসন সজীব কোশে দিবারাত্র এবং সূর্যালােকের প্রয়ােজন ছাড়াই ঘটে থাকে। |
2. এটি একটি গঠনমূলক অথাৎ উপচিতি বিপাক ক্রিয়া। |
2. এটি একটি ভাঙনমূলক অর্থাৎ অপচিতি বিপাক ক্রিয়া। |
3. সালােক সংশ্লেষ কোশীয় অঙ্গাণু ক্লোরােপ্লাস্টে সম্পন্ন হয়। |
3. শ্বসন কোশের সাইটোপ্লাজমে এবং কোশীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। |
4. এই প্রক্রিয়ায় CO2 গৃহীত হয় এবং O2 বর্জিত হয়। |
4. এই প্রক্রিয়ায় O2 গৃহীত হয় এবং CO2 বর্জিত হয়। |
5. জল এবং কার্বন ডাই অক্সাইড সালোকসংশ্লেষে কাচামাল হিসাবে ব্যবহূত হয় । |
5. গ্লুকোজ শ্বসনে কাচামাল হিসাবে ব্যবহৃত। |
6. এই প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়। |
6. এই প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়। |
7. খাদ্যবস্তু তৈরি হওয়ার ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। |
7. খাদ্যবস্তু দহনের ফলে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়। |
৪. সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে খাদ্যের মধ্যে আবদ্ধ হয়। |
৪. স্থৈতিক শক্তি গতিশক্তি রূপে মুক্ত হয়। |
9. সালােকসংশ্লেষ প্রক্রিয়াটি আলােক দশা ও অন্ধকার দশায় বিভক্ত। |
9. শ্বসন প্রক্রিয়াটি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে বিভক্ত। |
10. প্রক্রিয়াটি কার্বন ডাই-অক্সাইড নির্ভর। |
10. প্রক্রিয়াটি কার্বন ডাই-অক্সাইড নিরপেক্ষ। |
11. এই প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত হয়। |
11. এই প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড ও জল নির্গত হয়। |
12. সালােকসংশ্লেষ একটি তাপগ্রাহী পদ্ধতি। |
12. শ্বসন একটি তাপমােচী পদ্ধতি। |
No comments:
Post a Comment
Don't Leave any spam link.