Breaking

Jul 20, 2021

সালোকসংশ্লেষ (Photosynthesis) এবং শ্বসন (Respiration) কি এবং এদের পার্থক্য ?

সালোকসংশ্লেষ (Photosynthesis) এবং শ্বসন (Respiration) কি এবং এদের পার্থক্য ?
সালোকসংশ্লেষ (Photosynthesis) এবং শ্বসন (Respiration) কি এবং এদের পার্থক্য ?
সালোকসংশ্লেষ এবং শ্বসন

সালােকসংশ্লেষের সংজ্ঞা (Definition of Photosynthesis) : যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরােফিলযুক্ত কোশে সূর্যালােকের উপস্থিতিতে এবং ক্লোরােফিলের সহায়তায় পরিবেশ থেকে শােষিত জল ও কার্বন ডাই-অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা (গ্লুকোজ) সংশ্লেষিত হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরুপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালােকসংশ্লেষ বা ফটোসিন্থেসিস বলে। 

 ➤ শ্বসনের সংজ্ঞা (Definition of Respiration) : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোশস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তি গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং কার্বন ডাই-অক্সাইড ও জল উৎপন্ন হয়, তাকে শ্বসন (Respiration) বলে। 

 ➤ সালোকসংশ্লেষ এবং শ্বসনের পার্থক্য :
সালোকসংশ্লেষ শ্বসন
1. সালােকসংশ্লেষ কেবল মাত্র ক্লোরােফিল যুক্ত কোশে দিনের বেলায় সূর্যালােকের উপস্থিতিতে ঘটে। 1. শ্বসন সজীব কোশে দিবারাত্র এবং সূর্যালােকের প্রয়ােজন ছাড়াই ঘটে থাকে।
2. এটি একটি গঠনমূলক অথাৎ উপচিতি বিপাক ক্রিয়া। 2. এটি একটি ভাঙনমূলক অর্থাৎ অপচিতি বিপাক ক্রিয়া।
3. সালােক সংশ্লেষ কোশীয় অঙ্গাণু ক্লোরােপ্লাস্টে সম্পন্ন হয়। 3. শ্বসন কোশের সাইটোপ্লাজমে এবং কোশীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়।
4. এই প্রক্রিয়ায় CO2 গৃহীত হয় এবং O2 বর্জিত হয়। 4. এই প্রক্রিয়ায় O2 গৃহীত হয় এবং CO2 বর্জিত হয়।
5. জল এবং কার্বন ডাই অক্সাইড সালোকসংশ্লেষে কাচামাল হিসাবে ব্যবহূত হয় । 5. গ্লুকোজ শ্বসনে কাচামাল হিসাবে ব্যবহৃত।
6. এই প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হয়। 6. এই প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়।
7. খাদ্যবস্তু তৈরি হওয়ার ফলে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। 7. খাদ্যবস্তু দহনের ফলে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়।
৪. সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে খাদ্যের মধ্যে আবদ্ধ হয়। ৪. স্থৈতিক শক্তি গতিশক্তি রূপে মুক্ত হয়।
9. সালােকসংশ্লেষ প্রক্রিয়াটি আলােক দশা ও অন্ধকার দশায় বিভক্ত। 9. শ্বসন প্রক্রিয়াটি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রে বিভক্ত।
10. প্রক্রিয়াটি কার্বন ডাই-অক্সাইড নির্ভর। 10. প্রক্রিয়াটি কার্বন ডাই-অক্সাইড নিরপেক্ষ।
11. এই প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত হয়। 11. এই প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড ও জল নির্গত হয়।
12. সালােকসংশ্লেষ একটি তাপগ্রাহী পদ্ধতি। 12. শ্বসন একটি তাপমােচী পদ্ধতি।

MoreLink
সবাত শ্বসন এবং অবাত শ্বসনClick Here
প্রাণীদের শ্বাসঅঙ্গClick Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.