সবাত শ্বসন এবং অবাত শ্বসন |
সবাত শ্বসন [AEROBIC RESPIRATION ]
সংজ্ঞা (Definition) : যে শ্বসন পদ্ধতিতে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বায়ুজীবী জীবকোশ - মধ্যস্থ শ্বসন বস্তু (গ্লুকোজ) সম্পূর্ণরুপে জারিত হয়ে কার্বন ডাই-অক্সাইড ও জল উৎপন্ন করে এবং স্বসন বস্তু মধ্যস্থ শক্তি সম্পূর্ণরূপে নির্গত (686 Kcal) হয়, তাকে সবাত শ্বসন বলে ।
অবাত শ্বসন [ANAEROBIC RESPIRATION]
সংজ্ঞা (Definition) : যে শ্বসন প্রক্রিয়ায় অবায়ুজীবী জীবকোশে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে কোশস্থ খাদ্য বা শ্বসনবস্তু (গ্লুকোজ) অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাই-অক্সাইড, জল ও শক্তি উৎপন্ন করে, তাকে অবাত শ্বসন বলে ।
➤ সবাত শ্বসন ও অবাত শ্বসনের পার্থক্য :
সবাত শ্বসন | অবাত শ্বসন |
---|---|
1. সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের একান্ত প্রয়ােজন। | 1. অবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়ােজন হয় না; কিন্তু অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন প্রয়ােজন হয়। |
2. সকল বায়ুজীবী জীবের কোশে সবাত শ্বসন ঘটে। | 2. সকল অবায়ুজীবী ব্যাকটেরিয়া কোশে অবাত শ্বসন ঘটে। |
3. এই প্রকার শ্বসনে গুকোজের সম্পূর্ণ জারণ ঘটে। | 3. গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে। |
4. সবাত শ্বসন কোশের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ায় ঘটে। | 4. অবাত শ্বসন কেবলমাত্র কোশের সাইটোপ্লাজমে ঘটে। |
5. কার্বন ডাই-অক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন হয়। | 5. কার্বন ডাই-অক্সাইড, জল, অক্সাইড যৌগ এবং শক্তি উৎপন্ন হয়। |
6. সবাত শ্বসন প্রতি অণু গ্লুকোজ জারণে 686 kcal তাপ শক্তি উৎপন্ন হয়। ফলে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি। | 6. অবাত শ্বসনে প্রতি অণু গ্লুকোজ জারণে 50 kcal তাপ শক্তি উৎপন্ন হয়। ফলে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক কম। |
No comments:
Post a Comment
Don't Leave any spam link.