Breaking

Jul 5, 2021

সবাত শ্বসন এবং অবাত শ্বসনের পার্থক্য লেখো ?

সবাত শ্বসন এবং অবাত শ্বসনের পার্থক্য লেখো ?
সবাত শ্বসন এবং অবাত শ্বসনের পার্থক্য লেখো ?
সবাত শ্বসন এবং অবাত শ্বসন

সবাত শ্বসন [AEROBIC RESPIRATION ]
 সংজ্ঞা (Definition) : যে শ্বসন পদ্ধতিতে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বায়ুজীবী জীবকোশ - মধ্যস্থ শ্বসন বস্তু (গ্লুকোজ) সম্পূর্ণরুপে জারিত হয়ে কার্বন ডাই-অক্সাইড ও জল উৎপন্ন করে এবং স্বসন বস্তু মধ্যস্থ শক্তি সম্পূর্ণরূপে নির্গত (686 Kcal) হয়, তাকে সবাত শ্বসন বলে । 

অবাত শ্বসন [ANAEROBIC RESPIRATION] 
সংজ্ঞা (Definition) : যে শ্বসন প্রক্রিয়ায় অবায়ুজীবী জীবকোশে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে কোশস্থ খাদ্য বা শ্বসনবস্তু (গ্লুকোজ) অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাই-অক্সাইড, জল ও শক্তি উৎপন্ন করে, তাকে অবাত শ্বসন বলে । 

 ➤ সবাত শ্বসন ও অবাত শ্বসনের পার্থক্য :
সবাত শ্বসন অবাত শ্বসন
1. সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের একান্ত প্রয়ােজন। 1. অবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়ােজন হয় না; কিন্তু অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেন প্রয়ােজন হয়।
2. সকল বায়ুজীবী জীবের কোশে সবাত শ্বসন ঘটে। 2. সকল অবায়ুজীবী ব্যাকটেরিয়া কোশে অবাত শ্বসন ঘটে।
3. এই প্রকার শ্বসনে গুকোজের সম্পূর্ণ জারণ ঘটে। 3. গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে।
4. সবাত শ্বসন কোশের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ায় ঘটে। 4. অবাত শ্বসন কেবলমাত্র কোশের সাইটোপ্লাজমে ঘটে।
5. কার্বন ডাই-অক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন হয়। 5. কার্বন ডাই-অক্সাইড, জল, অক্সাইড যৌগ এবং শক্তি উৎপন্ন হয়।
6. সবাত শ্বসন প্রতি অণু গ্লুকোজ জারণে 686 kcal তাপ শক্তি উৎপন্ন হয়। ফলে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক বেশি। 6. অবাত শ্বসনে প্রতি অণু গ্লুকোজ জারণে 50 kcal তাপ শক্তি উৎপন্ন হয়। ফলে উৎপন্ন শক্তির পরিমাণ অনেক কম।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.