সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩০ |
প্রশ্ন: (1) ভারতের কোথায় প্রথম "ভারতের কমিউনিস্ট পার্টি" প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: কানপুরে।
প্রশ্ন: (2) কাকে ভারতীয় সাংবাদিকতার পথিকৃৎ বলা হয় ?
উত্তর: রাজা রামমোহন রায়কে।
প্রশ্ন: (3) লোকহিতবাদী কাকে বলা হত ?
উত্তর: গোপালহরি দেশমুখকে।
প্রশ্ন: (4) ভারতের প্রথম শ্রমিক সংঘ কোথায় গড়ে ওঠে ?
উত্তর: মাদ্রাজে।
প্রশ্ন: (5) ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট কে ছিলেন ?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: (6) "সারা ভারত কিষান সভার" সভাপতি কে ছিলেন ?
উত্তর: স্বামী সহজানন্দ সরস্বতী।
প্রশ্ন: (7) সরোজিনী নাইডুকে কে 'নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া' উপাধি দেন ?
উত্তর: মহাত্মা গান্ধী।
প্রশ্ন: (8) হিন্দু কলেজ কোন বছর কলকাতার গরাণহাটা থেকে উঠে সংস্কৃত কলেজে চলে আসে ?
উত্তর: ১৮২৬ সালে।
প্রশ্ন: (9) কোন প্রধানমন্ত্রী তাঁর কার্যকালে কখনোই সংসদে উপস্থিত থাকেননি ?
উত্তর: চৌধুরী চরণ সিং ।
প্রশ্ন: (10) কতদিন অন্তর পঞ্চায়েত সমিতির বৈঠক বসে ?
উত্তর: মাসে অন্তত একবার ।
প্রশ্ন: (11) পুরসভায় মোট আসনের কত অংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকে ?
উত্তর: ১/৩ অংশ।
প্রশ্ন: (12) পুরোনিগমের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত ?
উত্তর: কমিশনার।
প্রশ্ন: (13) ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সিন্ধিকে সরকারি ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল ?
উত্তর: ২১ তম সংবিধান সংশোধনী।
প্রশ্ন: (14) নীল জবাফুলের পাপড়িতে কী ধরনের প্লাস্টিক থাকে ?
উত্তর: ক্রোমোপ্লাস্টিড।
প্রশ্ন: (15) অগ্নিনির্বাপক যন্ত্রে কি কি থাকে ?
উত্তর: একটি কাচের বোতলে লঘু সালফিউরিক অ্যাসিড এবং বাকি অংশে সোডিয়াম কার্বনেটের দ্রবণ।
প্রশ্ন: (16) ওয়াটার গ্যাস কোন দুটি গ্যাসের মিশ্রণ ?
উত্তর: CO ও H2O ।
প্রশ্ন: (17) পরমাণু কে আবিষ্কার করেন ?
উত্তর: আর্নেস্ট রাদারফোর্ড।
প্রশ্ন: (18) রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচন করেন ?
উত্তর: রাজ্যের বিধানসভার সদস্যরা।
প্রশ্ন: (19) পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই ?
উত্তর: কলকাতা।
প্রশ্ন: (20) শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয় ?
উত্তর: স্ট্র্যাটোকিউমুলাস।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.