Breaking

Jun 22, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩০

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩০ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩০
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ৩০

প্রশ্ন: (1) ভারতের কোথায় প্রথম "ভারতের কমিউনিস্ট পার্টি" প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: কানপুরে।
প্রশ্ন: (2) কাকে ভারতীয় সাংবাদিকতার পথিকৃৎ বলা হয় ?
উত্তর: রাজা রামমোহন রায়কে।
প্রশ্ন: (3) লোকহিতবাদী কাকে বলা হত ?
উত্তর: গোপালহরি দেশমুখকে।
প্রশ্ন: (4) ভারতের প্রথম শ্রমিক সংঘ কোথায় গড়ে ওঠে ?
উত্তর: মাদ্রাজে।
প্রশ্ন: (5) ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট কে ছিলেন ?
উত্তর: ওয়ারেন হেস্টিংস।
প্রশ্ন: (6) "সারা ভারত কিষান সভার" সভাপতি কে ছিলেন ?
উত্তর: স্বামী সহজানন্দ সরস্বতী।
প্রশ্ন: (7) সরোজিনী নাইডুকে কে 'নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া' উপাধি দেন ?
উত্তর: মহাত্মা গান্ধী।
প্রশ্ন: (8) হিন্দু কলেজ কোন বছর কলকাতার গরাণহাটা থেকে উঠে সংস্কৃত কলেজে চলে আসে ?
উত্তর: ১৮২৬ সালে।
প্রশ্ন: (9) কোন প্রধানমন্ত্রী তাঁর কার্যকালে কখনোই সংসদে উপস্থিত থাকেননি ?
উত্তর: চৌধুরী চরণ সিং ।
প্রশ্ন: (10) কতদিন অন্তর পঞ্চায়েত সমিতির বৈঠক বসে ?
উত্তর: মাসে অন্তত একবার ।
প্রশ্ন: (11) পুরসভায় মোট আসনের কত অংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকে ?
উত্তর: ১/৩ অংশ।
প্রশ্ন: (12) পুরোনিগমের মুখ্য কার্যনির্বাহক কী নামে পরিচিত ?
উত্তর: কমিশনার।
প্রশ্ন: (13) ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সিন্ধিকে সরকারি ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল ?
উত্তর: ২১ তম সংবিধান সংশোধনী।
প্রশ্ন: (14) নীল জবাফুলের পাপড়িতে কী ধরনের প্লাস্টিক থাকে ?
উত্তর: ক্রোমোপ্লাস্টিড।
প্রশ্ন: (15) অগ্নিনির্বাপক যন্ত্রে কি কি থাকে ?
উত্তর: একটি কাচের বোতলে লঘু সালফিউরিক অ্যাসিড এবং বাকি অংশে সোডিয়াম কার্বনেটের দ্রবণ।
প্রশ্ন: (16) ওয়াটার গ্যাস কোন দুটি গ্যাসের মিশ্রণ ?
উত্তর: CO ও H2O ।
প্রশ্ন: (17) পরমাণু কে আবিষ্কার করেন ?
উত্তর: আর্নেস্ট রাদারফোর্ড।
প্রশ্ন: (18) রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচন করেন ?
উত্তর: রাজ্যের বিধানসভার সদস্যরা।
প্রশ্ন: (19) পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই ?
উত্তর: কলকাতা।
প্রশ্ন: (20) শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয় ?
উত্তর: স্ট্র্যাটোকিউমুলাস।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.