Breaking

Jun 2, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৯

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৯
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৯ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৯

প্রশ্ন: (1) লালবাগ বোটানিক গার্ডেন কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: কর্ণাটক।
প্রশ্ন: (2) কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি ?
উত্তর: শনি।
প্রশ্ন: (3) অন্ধ্রপ্রদেশ রাজ্যের আধ্যাত্মিক রাজধানী?
উত্তর: তিরুপতি।
প্রশ্ন: (4) জিপসামের রাসায়নিক নাম কী?
উত্তর: ক্যালসিয়াম সালফেট।
প্রশ্ন: (5) এশিয়ার কোন দেশ বিশ্বে জলযান নির্মাণে প্রথম ?
উত্তর: জাপান।
প্রশ্ন: (6) 'সুলভ সমাচার' এর সম্পাদক কে ছিলেন?
উত্তর: কেশব চন্দ্র সেন।
প্রশ্ন: (7) মোঘল রাজসভায় কোন ভাষা ব্যবহৃত হত?
উত্তর: ফার্সি।
প্রশ্ন: (8) 'রিহান্দ পরিকল্পনা' কোন রাজ্যের সাথে যুক্ত ?
উত্তর: উত্তর প্রদেশ।
প্রশ্ন: (9) টুইস্টার কি?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়।
প্রশ্ন: (10) কোন মেঘ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতযুক্ত আবহাওয়া নির্দেশ করে?
উত্তর: স্ট্র্যাটাস।
প্রশ্ন: (11)ক্ষেত্রফলের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি ?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন: (12) আরশোলার হৃদপিণ্ড ক’টি প্রকোষ্ঠে বিভক্ত?
উত্তর: ১৩টি।
প্রশ্ন: (13) স্বনক কী?
উত্তর: শব্দের উৎস।
প্রশ্ন: (14) একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে ?
উত্তর: ০.৪ সেকেন্ড।
প্রশ্ন: (15) চোখের সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি?
উত্তর: রেটিনা।
প্রশ্ন: (16) দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?
উত্তর: টেস্টোস্টেরন।
প্রশ্ন: (17) মানবদেহে কোন ধরনের শ্বসন হয়?
উত্তর: সবাত শ্বসন।
প্রশ্ন: (18) ভারতের সর্বচ্চ সাহসী সন্মান কি?
উত্তর: পরমবীর চক্র।
প্রশ্ন: (19) ভারতের ব্যস্ততম সেতু কোনটি?
উত্তর: কলকাতার হাওড়া ব্রীজ ( রবীন্দ্র সেতু )।
প্রশ্ন: (20) হিস্টোলজি কী?
উত্তর: কোশ ও টিসু সংক্রান্ত সমীক্ষা, পড়াশোনা।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.