সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৯ |
প্রশ্ন: (1) লালবাগ বোটানিক গার্ডেন কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: কর্ণাটক।
প্রশ্ন: (2) কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি ?
উত্তর: শনি।
প্রশ্ন: (3) অন্ধ্রপ্রদেশ রাজ্যের আধ্যাত্মিক রাজধানী?
উত্তর: তিরুপতি।
প্রশ্ন: (4) জিপসামের রাসায়নিক নাম কী?
উত্তর: ক্যালসিয়াম সালফেট।
প্রশ্ন: (5) এশিয়ার কোন দেশ বিশ্বে জলযান নির্মাণে প্রথম ?
উত্তর: জাপান।
প্রশ্ন: (6) 'সুলভ সমাচার' এর সম্পাদক কে ছিলেন?
উত্তর: কেশব চন্দ্র সেন।
প্রশ্ন: (7) মোঘল রাজসভায় কোন ভাষা ব্যবহৃত হত?
উত্তর: ফার্সি।
প্রশ্ন: (8) 'রিহান্দ পরিকল্পনা' কোন রাজ্যের সাথে যুক্ত ?
উত্তর: উত্তর প্রদেশ।
প্রশ্ন: (9) টুইস্টার কি?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়।
প্রশ্ন: (10) কোন মেঘ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতযুক্ত আবহাওয়া নির্দেশ করে?
উত্তর: স্ট্র্যাটাস।
প্রশ্ন: (11)ক্ষেত্রফলের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি ?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন: (12) আরশোলার হৃদপিণ্ড ক’টি প্রকোষ্ঠে বিভক্ত?
উত্তর: ১৩টি।
প্রশ্ন: (13) স্বনক কী?
উত্তর: শব্দের উৎস।
প্রশ্ন: (14) একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত
সময় লাগে ?
উত্তর: ০.৪ সেকেন্ড।
প্রশ্ন: (15) চোখের সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি?
উত্তর: রেটিনা।
প্রশ্ন: (16) দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?
উত্তর: টেস্টোস্টেরন।
প্রশ্ন: (17) মানবদেহে কোন ধরনের শ্বসন হয়?
উত্তর: সবাত শ্বসন।
প্রশ্ন: (18) ভারতের সর্বচ্চ সাহসী সন্মান কি?
উত্তর: পরমবীর চক্র।
প্রশ্ন: (19) ভারতের ব্যস্ততম সেতু কোনটি?
উত্তর: কলকাতার হাওড়া ব্রীজ ( রবীন্দ্র সেতু )।
প্রশ্ন: (20) হিস্টোলজি কী?
উত্তর: কোশ ও টিসু সংক্রান্ত সমীক্ষা, পড়াশোনা।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.