Breaking

May 22, 2021

১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন

 ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন - ভারতীয় ইতিহাস
Regulating Act
রেগুলেটিং আইন


১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন ( Regulating Act , 1773 ) : 

  •         ভারতীয় প্রশাসনের কেন্দ্রীকরণের উদ্দেশ্যে এবং ভারতে কোম্পানির কাজকর্ম নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে  ব্রিটিশ পার্লামেন্ট ১৭৭৩ খ্রিস্টব্দে রেগুলেটিং আইন পাশ করে (Regulating Act) । এই আইনটি প্রধানত দুটি খণ্ডে বিভক্ত ছিল, যেমন : প্রথমটি ইংল্যান্ডে কোম্পানির গঠনতন্ত্র  সম্পর্কে এবং দ্বিতীয়টি ভারতের শাসনব্যবস্থা সম্পর্কে । 


     ✦ রেগুলেটিং আইন অনুসারে : 

  •             (১) কোম্পানির ভারতীয় সাম্রাজ্যের প্রশাসনের দায়িত্ব  চারজন সদস্য নিয়ে গঠিত একটি পরিষদের হাতে অর্পণ করা হয় ।
  •              (২)  যুদ্ধ ও শান্তির ব্যাপারে বােম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির ওপর গভর্নর-জেনারেল ও তাঁর পরিষদের নিয়ন্ত্রণ স্থাপন করা হয়। 
  •              (৩) একজন প্রধান বিচারপতি ও তিনজন সাধারণ বিচারপতিকে নিয়ে কলকাতায় একটি সুপ্রীম কোর্ট স্থাপন করা হয় ।     

       রেগুলেটিং আইন অনুসারে ভারতে কোম্পানির প্রথম গভর্নর-জেনারেল পদে নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস এবং ক্লাভারিং, মনসন, বারওয়েল ও ফিলিপ ফ্রান্সিস এই চারজন গভর্নর-জেনারেলের কাউন্সিল বা পরিষদের প্রথম সদস্য নিযুক্ত হন । 

  •       ১৭৭৪ খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রীম কোর্টের প্রতিষ্ঠা হয় । স্যার ইলিজা ইম্পে সুপ্রীম কোর্টের প্রথম প্রধান বিচারপতি নিযুক্ত হন ।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.