Breaking

May 23, 2021

PDF Respiratory Organs of Animals in Bengali

পিডিএফ প্রাণীদের শ্বাস অঙ্গ - Respiratory Organs of Animals

Respiratory organs
Respiratory Organs in Bengali

প্রাণীদের শ্বাস অঙ্গ (Respiratory Organs of Animals) : 

প্রাণীরাজ্যে শ্বাসকার্য পদ্ধতি বৈচিত্রে ভরা। প্রাণীরা প্রধানত বাতাস কিংবা জল থেকে অক্সিজেন নিয়ে শ্বসন করে। বাসস্থানের প্রকৃতি এবং অভিযােজন ও অভিব্যক্তির উপর নির্ভর করে প্রাণীদের ভিন্ন ভিন্ন ধরনের শ্বাসযন্ত্র দেখা যায়। যেমন —


১. দেহগাত্র (Body Surface) : দেহতল দ্বারা ব্যাপন প্রক্রিয়ায় শাসকার্য চালায়। যেমন — অ্যামিবা, হাইড্রা, স্পঞ্জ ইত্যাদি।

 ২. ত্বক বা চামড়া (Skin) : দেহের আর্দ্র ও জালকপূর্ণ ত্বককে শাসঅঙ্গ হিসাবে ব্যবহার করে। যেমন — কেঁচো, জোক ইত্যাদি। 

৩. শ্বাসছিদ্র এবং শ্বাসনালি (Spiracle and Trachea) : সন্ধিপদ শ্রেণির প্রাণীরা দেহমধ্যস্থ দশজোড়া স্বাসছিদ্র ও শ্বাসনালির মাধ্যমে শাসকার্য চালায়। যেমন — আরশােলা, প্রজাপতি, ফড়িং ইত্যাদি।

৪. ফুলকা (Gills) : ফুলকা বেশিরভাগ জলজ প্রাণীদের প্রধান স্বাসযন্ত্র। যেমন — বুই, কাতলা, চিংড়ি, শামুক ইত্যাদি।

৫. অতিরিক্ত শ্বাসযন্ত্র (Accessory respiratory organs) : ফুলকা ছাড়া কতিপয় জিওল মাছের দেহে অতিরিক্ত শাসযন্ত্র দেখা যায়। যেমন — কই, শিঙ্গি, মাগুর ইত্যাদি।

৬. বুকলাঙ (Booklung) : সন্ধিপদ পর্বের কিছু প্রাণীদের আবার পুস্তকের মতাে ফুসফুস দেখা যায়। যেমন — মাকড়সা, কাঁকড়াবিছে ইত্যাদি।

৭. বহিঃফুলকা (External gills) : ব্যাঙাচি অবস্থায় জলে বৃদ্ধি প্রাপ্ত হওয়ার জন্য বহিঃফুলকা শ্বাসযন্ত্র হিসাবে কাজ করে। 

৮. ফুসফুস (Lung) : উন্নত শ্রেণির প্রাণীদের প্রধান শ্বাসযন্ত্র ফুসফুস বা লাং। যেমন — উভচর, পক্ষী, সরীসৃপ, মানুষ ইত্যাদি। 


শ্বাস অঙ্গের বৈশিষ্ট্য :

(i) শ্বাসঅঙ্গগুলি অর্ধভেদ্য, আর্দ্র এবং বিস্তৃত।

(ii) শ্বাসঅঙ্গগুলি প্রচুর রক্তজালকে পরিবৃত থাকে।


প্রাণীদের শ্বাস-অঙ্গ সমূহের নাম

প্রাণীর নাম শ্বাস-অঙ্গের নাম
অ্যামিবা,স্পঞ্জ,হাইড্রা দেহতল
কেঁচো, জোঁক দেহত্বক
আরশোলা, প্রজাপতি, ফড়িং প্রভৃতি পতঙ্গ শ্রেণিভুক্ত প্রাণী শ্বসছিদ্র এবং শ্বাসনালি
মাছ, চিংড়ি, শামুক ফুলকা
কই, শিঙ্গি, মাগুর ফুলকা, অতিরিক্ত শ্বাসযন্ত্র
ব্যাঙাচি বহি:ফুলকা
মাকড়সা, কাঁকড়াবিছে বুকলাঙ বা পুস্তক ফুসফুস
শামুক, ঝিনুক ফুলকা
চিংড়ি, রাজকাঁকড়া বুকগিল বা পুস্তক ফুলকা
ব্যাঙ (উভচর) ফুসফুস, চামড়া, মুখবিবর, গলবিলের মিউকাস পর্দা
সরীসৃপ (সাপ, টিকটিকি, গিরগিটি, কচ্ছপ) ফুসফুস
পক্ষী ফুসফুস ও বায়ুথলি
স্তন্যপায়ী (তিমি, বাদুড়, গিনিপিগ, মানুষ) ফুসফুস

File Details:
PDF Name :  প্রাণীদের শ্বাসঅঙ্গসমূহের নাম
Language : Bengali
Size : 259 kb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download

আরোও দেখুনলিঙ্ক
চলন ও গমনClick Here
নিউটনের সূত্রসমূহClick Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.