পিডিএফ প্রাণীদের শ্বাস অঙ্গ - Respiratory Organs of Animals
Respiratory Organs in Bengali |
প্রাণীদের শ্বাস অঙ্গ (Respiratory Organs of Animals) :
প্রাণীরাজ্যে শ্বাসকার্য পদ্ধতি বৈচিত্রে ভরা। প্রাণীরা প্রধানত বাতাস কিংবা জল থেকে অক্সিজেন নিয়ে শ্বসন করে। বাসস্থানের প্রকৃতি এবং অভিযােজন ও অভিব্যক্তির উপর নির্ভর করে প্রাণীদের ভিন্ন ভিন্ন ধরনের শ্বাসযন্ত্র দেখা যায়। যেমন —
১. দেহগাত্র (Body Surface) : দেহতল দ্বারা ব্যাপন প্রক্রিয়ায় শাসকার্য চালায়। যেমন — অ্যামিবা, হাইড্রা, স্পঞ্জ ইত্যাদি।
২. ত্বক বা চামড়া (Skin) : দেহের আর্দ্র ও জালকপূর্ণ ত্বককে শাসঅঙ্গ হিসাবে ব্যবহার করে। যেমন — কেঁচো, জোক ইত্যাদি।
৩. শ্বাসছিদ্র এবং শ্বাসনালি (Spiracle and Trachea) : সন্ধিপদ শ্রেণির প্রাণীরা দেহমধ্যস্থ দশজোড়া স্বাসছিদ্র ও শ্বাসনালির মাধ্যমে শাসকার্য চালায়। যেমন — আরশােলা, প্রজাপতি, ফড়িং ইত্যাদি।
৪. ফুলকা (Gills) : ফুলকা বেশিরভাগ জলজ প্রাণীদের প্রধান স্বাসযন্ত্র। যেমন — বুই, কাতলা, চিংড়ি, শামুক ইত্যাদি।
৫. অতিরিক্ত শ্বাসযন্ত্র (Accessory respiratory organs) : ফুলকা ছাড়া কতিপয় জিওল মাছের দেহে অতিরিক্ত শাসযন্ত্র দেখা যায়। যেমন — কই, শিঙ্গি, মাগুর ইত্যাদি।
৬. বুকলাঙ (Booklung) : সন্ধিপদ পর্বের কিছু প্রাণীদের আবার পুস্তকের মতাে ফুসফুস দেখা যায়। যেমন — মাকড়সা, কাঁকড়াবিছে ইত্যাদি।
৭. বহিঃফুলকা (External gills) : ব্যাঙাচি অবস্থায় জলে বৃদ্ধি প্রাপ্ত হওয়ার জন্য বহিঃফুলকা শ্বাসযন্ত্র হিসাবে কাজ করে।
৮. ফুসফুস (Lung) : উন্নত শ্রেণির প্রাণীদের প্রধান শ্বাসযন্ত্র ফুসফুস বা লাং। যেমন — উভচর, পক্ষী, সরীসৃপ, মানুষ ইত্যাদি।
শ্বাস অঙ্গের বৈশিষ্ট্য :
(i) শ্বাসঅঙ্গগুলি অর্ধভেদ্য, আর্দ্র এবং বিস্তৃত।
(ii) শ্বাসঅঙ্গগুলি প্রচুর রক্তজালকে পরিবৃত থাকে।
প্রাণীদের শ্বাস-অঙ্গ সমূহের নাম
প্রাণীর নাম | শ্বাস-অঙ্গের নাম |
---|---|
অ্যামিবা,স্পঞ্জ,হাইড্রা | দেহতল |
কেঁচো, জোঁক | দেহত্বক |
আরশোলা, প্রজাপতি, ফড়িং প্রভৃতি পতঙ্গ শ্রেণিভুক্ত প্রাণী | শ্বসছিদ্র এবং শ্বাসনালি |
মাছ, চিংড়ি, শামুক | ফুলকা |
কই, শিঙ্গি, মাগুর | ফুলকা, অতিরিক্ত শ্বাসযন্ত্র |
ব্যাঙাচি | বহি:ফুলকা |
মাকড়সা, কাঁকড়াবিছে | বুকলাঙ বা পুস্তক ফুসফুস |
শামুক, ঝিনুক | ফুলকা |
চিংড়ি, রাজকাঁকড়া | বুকগিল বা পুস্তক ফুলকা |
ব্যাঙ (উভচর) | ফুসফুস, চামড়া, মুখবিবর, গলবিলের মিউকাস পর্দা |
সরীসৃপ (সাপ, টিকটিকি, গিরগিটি, কচ্ছপ) | ফুসফুস |
পক্ষী | ফুসফুস ও বায়ুথলি |
স্তন্যপায়ী (তিমি, বাদুড়, গিনিপিগ, মানুষ) | ফুসফুস |
File Details:
আরোও দেখুন | লিঙ্ক |
---|---|
চলন ও গমন | Click Here |
নিউটনের সূত্রসমূহ | Click Here |
No comments:
Post a Comment
Don't Leave any spam link.