Breaking

May 18, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৬ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৬ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৬
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৬

১. এশিয়ার তথা পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি ?
তৈগা
২. ব্রহ্মপুত্র নদ কোন কোন দেশের উপর দিয়ে বয়ে চলে ?
চীন, ভারত ও বাংলাদেশ
৩. তিস্তা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে ?
জেমু হিমবাহ
৪. ভারতের সঙ্গে ভুটানের সংযোগকারী সীমান্ত শহর কোনটি ?
ফুন্টসিলিং
৫. ভারতের তিনটি নৌ-বিমান ঘাঁটি কোথায় আছে ?
কোচি, গোয়া ও পোর্টব্লেয়ার
৬. বিখ্যাত 'বায়োজেনেটিক সূত্র' কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?
হেকেল
৭. মানুষের শরীরের সবচেয়ে বড় পেশির নাম কি ?
গ্লুটিয়াস ম্যাক্সিমাস
৮. রানী মৌমাছি দিনে কতগুলি ডিম পাড়তে পারে ?
প্রায় 1500 টি
৯. ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি ?
নিয়াসিন
১০. কোন ধাতুর জন্য আতশবাজিতে সবুজ আলোর ছটা দেখা যায় ?
বেরিয়াম
১১. ভারতের রেল বোর্ড কোন বছর গড়া হয় ?
1905 সালে।
১২. মহারাষ্ট্রের কোন বিপ্লবী 'দ্বিতীয় শিবাজী' নামে খ্যাত ছিলেন ?
বাসুদেব বলবন্ত ফাড়কে
১৩. 'বেঙ্গল ন্যাশনাল কলেজ এন্ড স্কুল' -এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
অরবিন্দ ঘোষ
১৪. ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে ?
তৃতীয়
১৫. ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব (Youtube) এর প্রতিষ্ঠাতা কে ?
স্টিভ চান, জাভেদ করিম ও চ্যাট হারলি
১৬. কোন বলিউড অভিনেত্রীর আত্মজীবনীর নাম হল 'Unfinished' ?
প্রিয়াঙ্কা চোপড়া
১৭. ওয়াটার পোলো খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে ?
7 জন করে
১৮. কালেশ্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
হরিয়ানা
১৯. বিদেশীয়া (Bidesia) কোথাকার লোকনৃত্য ?
ঝাড়খন্ড
২০. Red Flag কোন দেশের সংবাদপত্রের নাম ?
চিন

আগের সেটগুলো দেখার জন্য নিচের সেট নম্বরে ক্লিক করুন।
সেট ২৫ সেট ২৪

No comments:

Post a Comment

Don't Leave any spam link.