সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৮ |
প্রশ্ন: (1) পৃথিবীর রেডিও তরঙ্গ গুলি বায়ুমন্ডলের কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে?
উত্তর: আয়োনোস্ফিয়ার স্তরে।
প্রশ্ন: (2) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তর: কঠিন।
প্রশ্ন: (3) রেফ্রিজারেটরে কোন তরল গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: অ্যামোনিয়া।
প্রশ্ন: (4) গ্রীষ্ম কালে কালো কাপড় পরিধান করা ঠিক নয় কেন?
উত্তর: কারণ কালো কাপড় শরীরের তাপকে বাইরে যেতে দেয় না।
প্রশ্ন: (5) জন্ডিস রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয়?
উত্তর: লিভার।
প্রশ্ন: (6) DVD এর পুরো নাম কি?
উত্তর: Digital Video Disc.
প্রশ্ন: (7) আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন?
উত্তর: 326 খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (8) কুতুবমিনার কে তৈরি করেছিলেন?
উত্তর: কুতুবউদ্দিন আইবেক।
প্রশ্ন: (9) সোনার গহনায় খাত হিসেবে কি মেশানো হয়?
উত্তর: তামা।
প্রশ্ন: (10) পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হত?
উত্তর: মহাদেব গোবিন্দ।
প্রশ্ন: (11) কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল?
উত্তর: আসাম।
প্রশ্ন: (12) প্রথম ভারতে কবে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়?
উত্তর: 2010 সালে।
প্রশ্ন: (13) ধুয়াধর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
উত্তর: নর্মদা।
প্রশ্ন: (14) বারবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর: উড়িষ্যা।
প্রশ্ন: (15) আলাই দরওয়াজা কোন পাথর দিয়ে তৈরি হয়েছিল?
উত্তর: লাল বেলে পাথর দিয়ে।
প্রশ্ন: (16) বাবর এর আত্মজীবনী থেকে বিজয়নগরের কোন রাজার কথা জানা যায়?
উত্তর: কৃষ্ণদেব রায়।
প্রশ্ন: (17) তাপের সিজিএস একক কি?
উত্তর: ক্যালোরি।
প্রশ্ন: (18) প্রথম জৈন তীর্থঙ্কর বিশ্বনাথের প্রতীক চিহ্ন কি ছিল?
উত্তর: ষাঁড়।
প্রশ্ন: (19) ম্যাডোনা ছবিটি কার আঁকা?
উত্তর: রাফায়েল।
প্রশ্ন: (20) রেনেসাঁস কথাটির অর্থ কি?
উত্তর: নবজাগরণ।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.