Breaking

May 27, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৮

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৮ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৮
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৮

প্রশ্ন: (1) পৃথিবীর রেডিও তরঙ্গ গুলি বায়ুমন্ডলের কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে?
উত্তর: আয়োনোস্ফিয়ার স্তরে।
প্রশ্ন: (2) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তর: কঠিন।
প্রশ্ন: (3) রেফ্রিজারেটরে কোন তরল গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: অ্যামোনিয়া।
প্রশ্ন: (4) গ্রীষ্ম কালে কালো কাপড় পরিধান করা ঠিক নয় কেন?
উত্তর: কারণ কালো কাপড় শরীরের তাপকে বাইরে যেতে দেয় না।
প্রশ্ন: (5) জন্ডিস রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয়?
উত্তর: লিভার।
প্রশ্ন: (6) DVD এর পুরো নাম কি?
উত্তর: Digital Video Disc.
প্রশ্ন: (7) আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন?
উত্তর: 326 খ্রিস্টাব্দে।
প্রশ্ন: (8) কুতুবমিনার কে তৈরি করেছিলেন?
উত্তর: কুতুবউদ্দিন আইবেক।
প্রশ্ন: (9) সোনার গহনায় খাত হিসেবে কি মেশানো হয়?
উত্তর: তামা।
প্রশ্ন: (10) পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হত?
উত্তর: মহাদেব গোবিন্দ।
প্রশ্ন: (11) কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল?
উত্তর: আসাম।
প্রশ্ন: (12) প্রথম ভারতে কবে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়?
উত্তর: 2010 সালে।
প্রশ্ন: (13) ধুয়াধর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
উত্তর: নর্মদা।
প্রশ্ন: (14) বারবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর: উড়িষ্যা।
প্রশ্ন: (15) আলাই দরওয়াজা কোন পাথর দিয়ে তৈরি হয়েছিল?
উত্তর: লাল বেলে পাথর দিয়ে।
প্রশ্ন: (16) বাবর এর আত্মজীবনী থেকে বিজয়নগরের কোন রাজার কথা জানা যায়?
উত্তর: কৃষ্ণদেব রায়।
প্রশ্ন: (17) তাপের সিজিএস একক কি?
উত্তর: ক্যালোরি।
প্রশ্ন: (18) প্রথম জৈন তীর্থঙ্কর বিশ্বনাথের প্রতীক চিহ্ন কি ছিল?
উত্তর: ষাঁড়।
প্রশ্ন: (19) ম্যাডোনা ছবিটি কার আঁকা?
উত্তর: রাফায়েল।
প্রশ্ন: (20) রেনেসাঁস কথাটির অর্থ কি?
উত্তর: নবজাগরণ।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.