Breaking

May 19, 2021

চলন ও গমনের সংজ্ঞা এবং পার্থক্য (Movement and Locomotion)

চলন ও গমনের সংজ্ঞা এবং পার্থক্য (Movement and Locomotion)
চলন ও গমনের সংজ্ঞা এবং পার্থক্য (Movement and Locomotion)
চলন ও গমনের সংজ্ঞা এবং পার্থক্য (Movement and Locomotion)

  •  চলন ও গমনের সংজ্ঞা (Definition of Movement and Locomotion):

  যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ স্থানান্তরে না গিয়ে উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে।

    যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে।

  • চলন ও গমনের পার্থক্য : (Differences between Movement and Locomotion) :

চলন গমন
এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয়।
এই প্রক্রিয়ায় জীবের অঙ্গ-বিশেষের সঞ্চালন ঘটে এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক দেহের সঞ্চালন ঘটে।
কোন নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব। কোন নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন সম্ভব নয়।
চলন হলেই গমন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। গমন হলে চলন অবশ্যই হবে।


  • গমনে সক্ষম উদ্ভিদ : ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম
  • গমনে অক্ষম প্রাণী : সাগর কুসুম, প্রবাল, স্পঞ্জ, ওবেলিয়া, অ্যাসিডিয়া


No comments:

Post a Comment

Don't Leave any spam link.