চলন ও গমনের সংজ্ঞা এবং পার্থক্য (Movement and Locomotion) |
- চলন ও গমনের সংজ্ঞা (Definition of Movement and Locomotion):
যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে অর্থাৎ স্থানান্তরে না গিয়ে উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে।
যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে।
- চলন ও গমনের পার্থক্য : (Differences between Movement and Locomotion) :
চলন | গমন |
---|---|
এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। | এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। |
এই প্রক্রিয়ায় জীবের অঙ্গ-বিশেষের সঞ্চালন ঘটে | এই প্রক্রিয়ায় জীবের সামগ্রিক দেহের সঞ্চালন ঘটে। |
কোন নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে চলন সম্ভব। | কোন নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে গমন সম্ভব নয়। |
চলন হলেই গমন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। | গমন হলে চলন অবশ্যই হবে। |
- গমনে সক্ষম উদ্ভিদ : ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম
- গমনে অক্ষম প্রাণী : সাগর কুসুম, প্রবাল, স্পঞ্জ, ওবেলিয়া, অ্যাসিডিয়া
No comments:
Post a Comment
Don't Leave any spam link.