Mock Test on GK Part 45 |
হ্যালো বন্ধুরা,
আজকে WBP এর মকটেস্ট পর্ব ৪৫ উপস্থাপন করা হলো । আপনাদের আগত ২০২১ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলি. পরীক্ষার জন্য এই মকটেস্টগুলো দিয়ে আপনারা আপনাদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মকটেস্টটি দেওয়ার জন্য যেগুলি প্রশ্নের উত্তর জানা আছে সেগুলো সিলেক্ট করে একদম প্রশ্নগুলোর নিচে Submit বাটনে ক্লিক করে দিতে হবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য পাবেন ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে ।
তাই বেশি দেরি না করে মকটেস্ট'টিতে অংশগ্রহন করুন। কমেন্ট করে জানাবেন কত স্কোর হলো। বন্ধুরা পোস্টটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং কোনো কিছু বলার থাকলে বলতে পারেন।
বিষয় | জিকে |
মোট প্রশ্ন | ১০টি |
পূর্ণমান | ১০ |
নেগেটিভ | ০.২৫/প্রশ্ন |
1/10
ইলোরা মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিল ?
2/10
নিম্নলিখিত কোন ব্যক্তি The jungle book এর লেখক ?
3/10
দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন ?
4/10
উকাই প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত ?
5/10
ধূসর বিপ্লব কিসের সাথে যুক্ত ?
6/10
লোকসভার কোন স্পিকার পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন ?
7/10
BCG টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয় ?
8/10
ভারতের প্রথম উপগ্ৰহ কোনটি ?
9/10
কোন দেশে সর্বপ্রথম ডাক টিকিট প্রচলিত হয় ?
10/10
“রেনুকা সাগর বাঁধ” কোন রাজ্যে অবস্থিত?
Result:
Mocktest | Link |
---|---|
WBP জিকে মকটেস্ট পর্ব ৪৩ | Click Here |
WBP জিকে মকটেস্ট পর্ব ৪৪ | Click Here |
No comments:
Post a Comment
Don't Leave any spam link.