সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৭ |
প্রশ্ন: (1) 'My Experiments with Silence' -বইটির লেখক কে?
উত্তর: অভিনেতা সমীর সোনি।
প্রশ্ন: (2) ভারতের রেলপথ বসানোর প্রয়োজনীয়তার কথা প্রথম কে বলেন?
উত্তর: গভর্নর জেনারেল হেনরি হার্ডিঞ্জ।
প্রশ্ন: (3) ভারতের রেলপথ বসানোর কাজ কারা শুরু করে?
উত্তর: ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি ও গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার কোম্পানি।
প্রশ্ন: (4) মোহনদাস করমচাঁদ গান্ধীর কোন আন্দোলন সবচেয়ে বেশি দিন স্থায়ী ছিল?
উত্তর: অসহযোগ আন্দোলন (প্রায় দুই বছর)।
প্রশ্ন: (5) ভারতে কে 'চিরস্থায়ী বন্দোবস্ত' চালু করেন?
উত্তর: চার্লস কর্নওয়ালিস।
প্রশ্ন: (6) উনবিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতে কোথায় প্রথম রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়?
উত্তর: মাদ্রাজ ও বোম্বাইয়ে।
প্রশ্ন: (7) ঐতিহাসিক লালকেল্লা মামলায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি স্বপক্ষে কে সওয়াল করেন?
উত্তর: ভুলাভাই দেশাই।
প্রশ্ন: (8) দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোথায় শুরু হয় এবং কবে?
উত্তর: ১৯৩১ সালের ৭ সেপ্টেম্বর, লন্ডনে।
প্রশ্ন: (9) সুভাষচন্দ্র বসু'র সঙ্গে হিটলারের কবে সাক্ষাৎ হয়?
উত্তর: ১৯৪২ সালের ২৭ মে।
প্রশ্ন: (10) সত্যমঙ্গলম বাঘ সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: তামিলনাড়ু।
প্রশ্ন: (11) দুধোয়া বাঘ সংরক্ষণাগার কোথায় অবস্থিত?
উত্তর: উত্তর প্রদেশ রাজ্যে।
প্রশ্ন: (12) NABARD কোন কমিটির সুপারিশ অনুসারে তৈরি হয়েছিল?
উত্তর: শিবরামন কমিটি।
প্রশ্ন: (13) সংবিধানের কোন ধারা অনুসারে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে?
উত্তর: ৩৫৬ নং ধারা।
প্রশ্ন: (14) লোকসভায় পাস হওয়া অর্থবিল রাজ্যসভা সবচেয়ে বেশি কতদিন দেরিতে পাস করতে পারে?
উত্তর: ১৪ দিন।
প্রশ্ন: (15) সত্রীয়া নৃত্যের উদ্ভব হয়েছে কোন রাজ্য থেকে?
উত্তর: আসাম রাজ্য থেকে।
প্রশ্ন: (16) 'কোটলা বিজয় ভাস্কর রেড্ডি বোটানিক্যাল গার্ডেন' কোথায় রয়েছে?
উত্তর: হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)।
প্রশ্ন: (17) গুপ্ত রাজপরিবারের প্রতীক কি ছিল?
উত্তর: বিষ্ণুর বাহন গরুড়।
প্রশ্ন: (18) পাঞ্জাবে স্বাধীনতা সংগ্রামের সূচনা কে করেন?
উত্তর: ভাই মহারাজ সিং (১৮৪৭ সালে)।
প্রশ্ন: (19) ভারতের প্রথম পুরোপুরি সৌরবিদ্যুৎ চালিত বিমানবন্দর কোনটি?
উত্তর: পুদুচেরি বিমানবন্দর।
প্রশ্ন: (20) বহুবর্ণী আলো কোনো স্বচ্ছ মাধ্যমে প্রতিসৃত হয়ে বিভিন্ন বর্ণে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর কি বলে?
উত্তর: আলোর বিচ্ছুরণ বলে।
No comments:
Post a Comment
Don't Leave any spam link.