Breaking

May 26, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৭

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৭ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৭
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৭

প্রশ্ন: (1) 'My Experiments with Silence' -বইটির লেখক কে?
উত্তর: অভিনেতা সমীর সোনি।
প্রশ্ন: (2) ভারতের রেলপথ বসানোর প্রয়োজনীয়তার কথা প্রথম কে বলেন?
উত্তর: গভর্নর জেনারেল হেনরি হার্ডিঞ্জ।
প্রশ্ন: (3) ভারতের রেলপথ বসানোর কাজ কারা শুরু করে?
উত্তর: ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি ও গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার কোম্পানি।
প্রশ্ন: (4) মোহনদাস করমচাঁদ গান্ধীর কোন আন্দোলন সবচেয়ে বেশি দিন স্থায়ী ছিল?
উত্তর: অসহযোগ আন্দোলন (প্রায় দুই বছর)।
প্রশ্ন: (5) ভারতে কে 'চিরস্থায়ী বন্দোবস্ত' চালু করেন?
উত্তর: চার্লস কর্নওয়ালিস।
প্রশ্ন: (6) উনবিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতে কোথায় প্রথম রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়?
উত্তর: মাদ্রাজ ও বোম্বাইয়ে।
প্রশ্ন: (7) ঐতিহাসিক লালকেল্লা মামলায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি স্বপক্ষে কে সওয়াল করেন?
উত্তর: ভুলাভাই দেশাই।
প্রশ্ন: (8) দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোথায় শুরু হয় এবং কবে?
উত্তর: ১৯৩১ সালের ৭ সেপ্টেম্বর, লন্ডনে।
প্রশ্ন: (9) সুভাষচন্দ্র বসু'র সঙ্গে হিটলারের কবে সাক্ষাৎ হয়?
উত্তর: ১৯৪২ সালের ২৭ মে।
প্রশ্ন: (10) সত্যমঙ্গলম বাঘ সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: তামিলনাড়ু।
প্রশ্ন: (11) দুধোয়া বাঘ সংরক্ষণাগার কোথায় অবস্থিত?
উত্তর: উত্তর প্রদেশ রাজ্যে।
প্রশ্ন: (12) NABARD কোন কমিটির সুপারিশ অনুসারে তৈরি হয়েছিল?
উত্তর: শিবরামন কমিটি।
প্রশ্ন: (13) সংবিধানের কোন ধারা অনুসারে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে?
উত্তর: ৩৫৬ নং ধারা।
প্রশ্ন: (14) লোকসভায় পাস হওয়া অর্থবিল রাজ্যসভা সবচেয়ে বেশি কতদিন দেরিতে পাস করতে পারে?
উত্তর: ১৪ দিন।
প্রশ্ন: (15) সত্রীয়া নৃত্যের উদ্ভব হয়েছে কোন রাজ্য থেকে?
উত্তর: আসাম রাজ্য থেকে।
প্রশ্ন: (16) 'কোটলা বিজয় ভাস্কর রেড্ডি বোটানিক্যাল গার্ডেন' কোথায় রয়েছে?
উত্তর: হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)।
প্রশ্ন: (17) গুপ্ত রাজপরিবারের প্রতীক কি ছিল?
উত্তর: বিষ্ণুর বাহন গরুড়।
প্রশ্ন: (18) পাঞ্জাবে স্বাধীনতা সংগ্রামের সূচনা কে করেন?
উত্তর: ভাই মহারাজ সিং (১৮৪৭ সালে)।
প্রশ্ন: (19) ভারতের প্রথম পুরোপুরি সৌরবিদ্যুৎ চালিত বিমানবন্দর কোনটি?
উত্তর: পুদুচেরি বিমানবন্দর।
প্রশ্ন: (20) বহুবর্ণী আলো কোনো স্বচ্ছ মাধ্যমে প্রতিসৃত হয়ে বিভিন্ন বর্ণে বিভক্ত হওয়ার ঘটনাকে আলোর কি বলে?
উত্তর: আলোর বিচ্ছুরণ বলে।

No comments:

Post a Comment

Don't Leave any spam link.