Breaking

Apr 9, 2021

Mock Test on MCQ General Knowledge Part 29 in Bengali for WBP Preli 2021

Mock Test on MCQ General Knowledge Part 29 in Bengali for WBP Preli 2021
Mock Test on MCQ General Knowledge Part 29 in Bengali for WBP Preli 2021
Mock Test on MCQ General Knowledge Part 29 in Bengali for WBP Preli 2021

হ্যালো বন্ধুরা,
      আজকে WBP এর জিকে মকটেস্ট পর্ব ২৯ উপস্থাপন করা হলো । আপনাদের আগত ২০২১ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলি. পরীক্ষার জন্য এই মকটেস্টগুলো দিয়ে আপনারা আপনাদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মকটেস্টটি দেওয়ার জন্য প্রথমে যে প্রশ্নগুলো পারবেন সেই উত্তরগুলো সিলেক্ট করে নেবেন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য দেওয়া হবে ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ করে কাটা হবে।বন্ধুরা মকটেস্টটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
       তাই বেশি দেরি না করে মকটেস্ট'টিতে অংশগ্রহন করুন এবং কত স্কোর হলো কমেন্ট করে জানাবেন।
বিষয় সাধারণ জ্ঞান
মোট প্রশ্ন ১০টি
পূর্ণমান ১০

1/10
নিম্নমানের কয়লা হল :
বিটুমিনাস
অ্যানথ্রাসাইট
লিগনাইট
কোনোটিই নয়
2/10
লাক্ষাদ্বীপ হল :
ব-দ্বীপ
আগ্নেয় দ্বীপ
প্রবাল দ্বীপ
কোনোটিই নয়
3/10
"বিপ্লবী দীর্ঘজীবী হোক" কে বলেছেন ?
ভগৎ সিং
লালা লাজপত রায়
অরবিন্দ ঘোষ
নেতাজি সুভাষচন্দ্র বসু
4/10
"সত্যমেব জয়তে" কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে ?
মহাভারত
মুণ্ডক উপনিষদ
রামায়ণ
গ্রন্থসাহেব
5/10
দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল ?
বৈশালী
অবন্তী
সারনাথ
পাটলিপুত্র
6/10
LPG এর মূল উপাদান কি ?
বিউটেন
মিথেন
ইথেন
প্রোপেন
7/10
হরিপ্রসাদ চৌরাশিয়া নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
তবলা
সানাই
বাঁশি
সেতার
8/10
UNICEF -এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
বার্লিন
প্যারিস
লন্ডন
নিউইয়র্ক
9/10
নরেন্দ্র নারায়ণ পার্ক কোথায় অবস্থিত ?
কোচবিহার
কলকাতা
জলপাইগুড়ি
বর্ধমান
10/10
নিচের কোন পতঙ্গের কান নেই ?
মশা
মাছি
ফড়িং
মৌমাছি
Result:

MocktestLink
WBP জিকে মকটেস্ট পর্ব ২৭Click Here
WBP জিকে মকটেস্ট পর্ব ২৮Click Here

No comments:

Post a Comment

Don't Leave any spam link.