Breaking

Apr 27, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৫

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৫ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৫ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৫ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
১. ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি ?
সর্বপল্লী রাধাকৃষ্ণণ
২. কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয় ?
১৭১৮ খ্রি:
৩. কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় ?
মাদাম কামা
৪. আবিসিনিয়া কোন মহাদেশে অবস্থিত ?
আফ্রিকা মহাদেশে
৫. জাতিসঙ্ঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
সুইজারল্যান্ডের জেনেভায়
৬. ফ্যাসিস্ট শব্দের অর্থ কী ?
স্বৈরতন্ত্র
৭. ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন ?
লর্ড মাউন্টব্যাটেন
৮. বয়কট শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ইংরেজি শব্দ
৯. কে শের-ই-বঙ্গাল নামে পরিচিত ?
আবুল কাশেম ফজলুল হক
১০. হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
মহাত্মা গান্ধী
১১. জর্ডন নদী কোথায় পড়েছে ?
মরুসাগরে
১২. পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতটির নাম কি ?
আন্দিজ পর্বতমালা
১৩. পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি ?
সাইবেরিয়ান সমভূমি
১৪. নীল জবাফুলের পাপড়িতে কি ধরনের প্লাস্টিড থাকে ?
ক্রোমোপ্লাস্টিড
১৫. কোন প্রাণীর গর্ভধারনকাল সবচেয়ে বেশি ?
হাতি
১৬. ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য ১৯৪৮ সালে গঠিত কমিশনের প্রধান কে ছিলেন ?
বিচারপতি এস. কে. ধর
১৭. M.S Excel -এ কতটি রো (Row) আছে ?
৬৫,৫৩৬ টি
১৮. "সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট" কোথায় অবস্থিত ?
দুর্গাপুর
১৯. বিজয়স্তম্ভ কোথায় অবস্থিত ?
চিতোরগড় (রাজস্থান )
২০. লাক্ষাদ্বীপের প্রধান ভাষা কি ?
মালয়ালাম

আগের সেটগুলো দেখার জন্য নিচের সেট নম্বরে ক্লিক করুন।
সেট ২৩ সেট ২৪

No comments:

Post a Comment

Don't Leave any spam link.