সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৫ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি ?
সর্বপল্লী রাধাকৃষ্ণণ
২. কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয় ?
১৭১৮ খ্রি:
৩. কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় ?
মাদাম কামা
৪. আবিসিনিয়া কোন মহাদেশে অবস্থিত ?
আফ্রিকা মহাদেশে
৫. জাতিসঙ্ঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
সুইজারল্যান্ডের জেনেভায়
৬. ফ্যাসিস্ট শব্দের অর্থ কী ?
স্বৈরতন্ত্র
৭. ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন ?
লর্ড মাউন্টব্যাটেন
৮. বয়কট শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ইংরেজি শব্দ
৯. কে শের-ই-বঙ্গাল নামে পরিচিত ?
আবুল কাশেম ফজলুল হক
১০. হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
মহাত্মা গান্ধী
১১. জর্ডন নদী কোথায় পড়েছে ?
মরুসাগরে
১২. পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতটির নাম কি ?
আন্দিজ পর্বতমালা
১৩. পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি ?
সাইবেরিয়ান সমভূমি
১৪. নীল জবাফুলের পাপড়িতে কি ধরনের প্লাস্টিড থাকে ?
ক্রোমোপ্লাস্টিড
১৫. কোন প্রাণীর গর্ভধারনকাল সবচেয়ে বেশি ?
হাতি
১৬. ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য ১৯৪৮ সালে গঠিত কমিশনের প্রধান কে ছিলেন ?
বিচারপতি এস. কে. ধর
১৭. M.S Excel -এ কতটি রো (Row) আছে ?
৬৫,৫৩৬ টি
No comments:
Post a Comment
Don't Leave any spam link.