Breaking

Apr 2, 2021

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৪ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৪ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৪ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী
সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৪ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী

১. পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
HCl
২. ভাইরাস কথার অর্থ কি ?
বিষ
৩. জলে কিসমিস রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায় ?
অভিস্রবণ
৪. ভারতের সর্বোচ্চ সাহসী পুরস্কার কোনটি ?
পরমবীর চক্র
৫. প্রথম কোন বিদেশী ভারতরত্ন পুরস্কার পান ?
খান আবদুল গফফর খান
৬. ভারতের কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার কোথায় রয়েছে ?
দিল্লি
৭. ডুয়ার্সের গান্ধী কাকে বলা হয় ?
যজ্ঞেশ্বর সেন
৮. চুম্বকের আকর্ষণ কোন অংশে বেশি ?
দুই মেরুতে
৯. মুখার্জি কমিশন কোন বিষয়ের উপর আলোকপাত করে ?
নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান


১০. বিদ্যুৎ চমকাবার কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন ?
আলোর গতি শব্দের গতির চেয়ে বেশি
১১. পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
সন্তুর
১২. কর্মা কোন রাজ্যের লোকনৃত্য ?
ঝাড়খন্ড
১৩. হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত ?
দিল্লি
১৪. 'World Heritage Day' -কবে পালন করা হয় ?
18 এপ্রিল
১৫. পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘরের নাম কি ?
ব্রিটিশ মিউজিয়াম (লন্ডন)
১৬. প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন :
কল্পনা চাওলা
১৭. প্রথম ভারতীয় পুরুষ যিনি ICS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ?
সুরেন্দ্রনাথ ব্যানার্জি
১৮. বেইরুট কার রাজধানী ?
লেবাননের রাজধানী
১৯. চন্ডিগড় কোন দুটি রাজ্যের রাজধানী ?
চন্ডিগড় ও হরিয়ানা
২০. 'আম্বেদকর স্টেডিয়াম' কোন খেলার জন্য বিখ্যাত ?
ফুটবল

আগের সেটগুলো দেখার জন্য নিচের সেট নম্বরে ক্লিক করুন।
সেট ২২ সেট ২৩

1 comment:

Don't Leave any spam link.