সাধারণ জ্ঞানের এককথায় প্রশ্নোত্তর সেট ২৪ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য উপযোগী |
১. পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
HCl
২. ভাইরাস কথার অর্থ কি ?
বিষ
৩. জলে কিসমিস রাখলে তা ফুলে যায় কোন প্রক্রিয়ায় ?
অভিস্রবণ
৪. ভারতের সর্বোচ্চ সাহসী পুরস্কার কোনটি ?
পরমবীর চক্র
৫. প্রথম কোন বিদেশী ভারতরত্ন পুরস্কার পান ?
খান আবদুল গফফর খান
৬. ভারতের কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার কোথায় রয়েছে ?
দিল্লি
৭. ডুয়ার্সের গান্ধী কাকে বলা হয় ?
যজ্ঞেশ্বর সেন
৮. চুম্বকের আকর্ষণ কোন অংশে বেশি ?
দুই মেরুতে
৯. মুখার্জি কমিশন কোন বিষয়ের উপর আলোকপাত করে ?
নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান
১০. বিদ্যুৎ চমকাবার কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন ?
আলোর গতি শব্দের গতির চেয়ে বেশি
১১. পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
সন্তুর
১২. কর্মা কোন রাজ্যের লোকনৃত্য ?
ঝাড়খন্ড
১৩. হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত ?
দিল্লি
১৪. 'World Heritage Day' -কবে পালন করা হয় ?
18 এপ্রিল
১৫. পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘরের নাম কি ?
ব্রিটিশ মিউজিয়াম (লন্ডন)
১৬. প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন :
কল্পনা চাওলা
১৭. প্রথম ভারতীয় পুরুষ যিনি ICS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ?
সুরেন্দ্রনাথ ব্যানার্জি
১৮. বেইরুট কার রাজধানী ?
লেবাননের রাজধানী
Subscribe to:
Post Comments (Atom)
N
ReplyDelete