Breaking

Apr 12, 2021

Mega Mock Test for main exam of WB Excise Constable 2021

Mega Mock Test for main exam of WB Excise Constable 2021
Mega Mock Test for main exam of WB Excise Constable 2021
Mega Mock Test for main exam of WB Excise Constable 2021

হ্যালো বন্ধুরা,
      আজকে তোমাদের জন্য আবগারি কনস্টেবল মেন পরীক্ষার জন্য একটি ৯০ নম্বরের মেগা মকটেস্ট উপস্থাপন করা হলো। এই টেস্টের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রিপারেশনকে আরোও মজবুত করতে সক্ষম হবে। যে প্রশ্নগুলোর উত্তর জানা আছে, সেগুলোকে সিলেক্ট করে রেখে, একদম নিচে Submit বলে একটা বাটন রয়েছে, সেখানে ক্লিক করার সাথে সাথে কতগুলো অ্যাটেন্ড করেছো, কয়টি সঠিক, কয়টি ভুল হলো, নেগেটিভ করে কত স্কোর হলো তা দেখা যাবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকছে ১ নম্বর করে, ৪ টি ভুলের জন্য ১ নম্বর কাটা হবে। অর্থাৎ প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য .২৫ করে কাটা হবে। যেগুলো পারবে সেগুলিই অ্যাটেন্ড করো, তাতেই ভালো হয়।
       তাই বেশি দেরি না করে মকটেস্ট'টিতে অংশগ্রহন করুন। কমেন্ট করে জানাবেন কত স্কোর হলো ।
বিষয় মেগা মকটেস্ট (আবগারি)
মোট প্রশ্ন ৯০টি
পূর্ণমান ৯০
নম্বর ১ (প্রতিপ্রশ্নের জন্য)
নেগেটিভ ০.২৫ (প্রতিটি ভুুল উত্তরেরর জন্য)
জিকে, ইংরাজি, অঙ্ক, জি. আই ৩০+৩০+২০+১০ = ৯০
সময় ৬০ মিনিট

1/90
এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
1882 সালে
1784 সালে
1886 সালে
1884 সালে
2/90
কার নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলন গঠিত হয় ?
শাবানা আজমী
মেধা পাটেকর
সুন্দরলাল পাটেকর
সুন্দরলাল বহুগুনা
3/90
রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায় ?
বাংলা
রাজস্থান
কাশ্মীর
মহারাষ্ট্র
4/90
রাগবি ফুটবল খেলায় প্রত্যেক দলে কতজন করে খেলোয়াড় থাকে ?
10 জন
15 জন
14 জন
8 জন
5/90
'আগা খান কাপ' কোন খেলার সাথে যুক্ত ?
ক্রিকেট
ফুটবল
ব্যাডমিন্টন
হকি
6/90
'A View from Outside' -বইটি কার লেখা ?
শোভা দে
শশী থারুর
পি. চিদম্বরম
ভি.পি সিং
7/90
সত্যজিৎ রায় কত সালে 'দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড' পেয়েছিলেন ?
1982 খ্রি:
1984 খ্রি:
1986 খ্রি:
1988 খ্রি:
8/90
শহীদ-ই-আজম কাকে বলা হয় ?
ক্ষুদিরাম বসু
নেতাজি সুভাষচন্দ্র বসু
ভগৎ সিং
রঞ্জিত সিং
9/90
রাসলীলা কোথাকার লোকনৃত্য ?
মিজোরাম
তামিলনাড়ু
উত্তর প্রদেশ
হরিয়ানা
10/90
নিচের কোন ব্যক্তিটি তবলার সঙ্গে সম্পর্কিত ?
পণ্ডিত রবিশঙ্কর
ওস্তাদ আলী আকবর খান
লতিফ খান
হরিপ্রসাদ চৌরাসিয়া
11/90
সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
নিউ দিল্লি
কটক
কোয়েম্বাটুর
সিমলা
12/90
ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন ?
শাহজাহান
আকবর
হুমায়ুন
বাবর
13/90
মহাবলীপুরম মন্দির কোথায় অবস্থিত ?
মেঘালয়
রাজস্থান
তামিলনাড়ু
কেরালা
14/90
লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মদিন পালন করা হয় :
11 ডিসেম্বর
2 নভেম্বর
11 অক্টোবর
15 জানুয়ারি
15/90
ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম ?
ভিটামিন ই
ভিটামিন এ
ভিটামিন ডি
ভিটামিন কে
16/90
মেশিনগান কে আবিষ্কার করেন ?
মাইকেল ফ্যারাডে
রিচার্ড জ্ঞাটলিং
জি. ক্লড
জে. গুটেনবার্গ
17/90
নিচের কোনটি আউটপুট ইউনিট ?
প্লটার
টাচপ্যাড
মাউস
স্ক্যানার
18/90
ব্ল্যাকফুট ডিজিজ কি দূষণের ফলে হয় ?
পারদ
ক্যাডমিয়াম
আর্সেনিক
লেড
19/90
NABARD হল একটি :
ব্যাংক
ব্যুরো
বোর্ড
বিভাগ
20/90
উপরাষ্ট্রপতি নির্বাচিত হন :
লোকসভার সদস্যদের দ্বারা
রাজ্যসভার সদস্যদের দ্বারা
বিধানসভার সদস্যদের দ্বারা
লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা
21/90
বিখ্যাত চিত্র 'গোয়ের্নিকা' কার সৃষ্টি :
লিওনার্দো দ্য ভিঞ্চি
পাবলো পিকাসো
মাইকেল অ্যাঞ্জেলো
ভিনসেন্ট ভ্যান গগ
22/90
ভারতের সর্বনিম্ন জনঘনত্ববিশিষ্ট রাজ্যের নাম কি ?
রাজস্থান
হিমাচল প্রদেশ
পশ্চিমবঙ্গ
অরুণাচল প্রদেশ
23/90
সেরিকালচার কি বিষয়ক বিদ্যা ?
প্রাণী সংগঠন বিদ্যা
উদ্ভিদের জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা
রেশম মথের চাষ ও রেশম উৎপাদন বিষয়ক বিদ্যা
শৈবাল সংক্রান্ত আলোচনা
24/90
হিন্ডেনবার্গ লাইন কোন কোন দেশের মধ্যে রয়েছে ?
ইতালি, জার্মানি ও ফ্রান্স
রাশিয়া ও ফিনল্যান্ড
ইরাক ও ইরান
জার্মানি ও ফ্রান্স
25/90
ICC ক্রিকেট বিশ্বকাপ -2023 কোথায় অনুষ্ঠিত হবে :
নিউজিল্যান্ড
ভারত
ইংল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
26/90
সত্যপাল মালিক বর্তমানে কোন রাজ্যের রাজ্যপাল পদে রয়েছেন ?
মণিপুর
মেঘালয়
মিজোরাম
অরুণাচল প্রদেশ
27/90
কম্পিউটার ও ল্যাপটপ প্রস্তুতকারক সংস্থা 'এসার ইন্ডিয়া'র বিপণন দূত হিসেবে কে নিযুক্ত রয়েছেন ?
বিরাট কোহলি
শাহরুখ খান
সোনু সুদ
আয়ুষ্মান খুরানা
28/90
বর্তমান লোকসভার স্পিকার কে রয়েছেন ?
ওম বিড়লা
সুমিত্রা মহাজন
মীরা কুমারী
এদের কেউই নন
29/90
'দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল - ২০২০' এর শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রাপক হলো :
সুপার ৩০
গাল্লি বয়
থাপ্পড়
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক
30/90
কোন ক্রিকেটার '২০২০ - রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড'-এ সম্মানিত হয়েছেন ?
বিরাট কোহলি
সৌরভ গাঙ্গুলী
রোহিত শর্মা
ইশান্ত শর্মা
31/90
Tell him to get out of our house. (voice change)
He is told to get out of our house.
Let him be told to get out of our house.
He might be told to get out of our house.
He should be told that he may get out of our house.
32/90
I know him. (voice change)
He is known me.
He was known to me.
He has been known by me.
He is known to me.
33/90
Harass (Synonym word)
Comfort
Tolerant
Molest
Assist
34/90
Many sheep _____ grazing there.
is
are
have
has
35/90
Many men died ______ violence during the riot.
for
from
of
by
36/90
A ______ of lions. (collective noun)
herd
pride
group
bench
37/90
They dispensed ______ his services.
at
to
with
against
38/90
My uncle's friend's son is a doctor. (Error correction)
My
uncle's friend's son
is a doctor.
no error
39/90
The opposite of 'help' is :
Hate
Helpless
Hindrance
Stop
40/90
A barbar shaves; a gardenar :
binds
reaps
gleans
prunes
41/90
A fouteen lined poem is called a -
Sonnet
Epilogue
Composition
Lyric
42/90
I have no desire _____ fame.
of
for
in
to
43/90
A disease affecting many persons at the same time and place is called :
epidemic
infection
Sickness
Death
44/90
The proposal seems practicable. (opposite of underlined word)
Realistic
Expensive
Unfamiliar
Unfeasible
45/90
Choose the correctly spelt word.
Recommendation
Recomendation
Recommandation
Recommendasion
46/90
Choose the correctly spelt word.
Honourary
Honorary
Honarary
Honaurary
47/90
Choose the correctly spelt word.
Tuision
Tution
Tuition
None of these
48/90
The study of the human origin, institutions and beliefs.
Anatomy
Cytology
Cosmology
Anthrapology
49/90
Adjective form of word 'Long'.
Long
Length
Elongate
None of these
50/90
The chief guest ________ the prizes at the sports meet. (Phrasal Verb)
give in
give away
give off
give over
51/90
I would rather die than _____ .
beg
to beg
begging
begs
52/90
Caesar was done to death by the conspirators.
attacked
removed
eliminated
murdered
53/90
Property inherited from one's father or ancestors.
Alimony
Patrimony
Voluntary
Armistice
54/90
Conspicuous (Synonym word)
Disappointment
Peace
Repose
Fearless
55/90
Outrage (Antonym word)
Offence
Assault
Irreverent
Praise
56/90
I cannot make out what he wishes to say.
Guess
Understand
Doscover
Explain
57/90
It is easy ______ but hard to finish.
to end
to fall
to lose
to begin
58/90
Only ______ is there a rumble in the sky. (choose adverbial phrase)
occasionally
smiftly
quite
merrily
59/90
At daggers drawn.
Dangerous for others
Hostile to others
Violently opposed to each other
Violent to others
60/90
Moti asked Gangu whether the latter was in his sense. (change the mode of narration)
"Hey Gangu, are you in your senses now?" asked Moti.
"Gangu, have you lost your senses?" asked Moti.
"Gangu, are you in your senses ?" asked Moti.
None of these.
61/90
দুটি সংখ্যার গুণফল 1575 ও ভাগফল 7 হলে, সংখ্যাদুটি কি কি ?
205 ও 15
15 ও 105
225 ও 15
25 ও 135
62/90
যদি 8*357 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে লুপ্ত অঙ্কটি কত হবে ?
4
1
3
2
63/90
5.05×10⁴+8×10³+4×10 -এর মান নির্ণয় করুন।
505840
58450
58544
58540
64/90
5004÷139-6 = ?
24
30
36
42
65/90
3640÷14×16+340 = ?
4545
4525
4480
4500
66/90
একটি সংখ্যার বর্গের দ্বিগুণ যদি 18-এর ঘন হয়। তবে সংখ্যাটি কত ?
54
65
108
432
67/90
9909 সংখ্যাটির ঠিক আগের কোন সংখ্যাটি একটি পূর্নবর্গ সংখ্যা ?
9908
9909
9899
9801
68/90
একজন ব্যাটসম্যান নবম ইনিংসে 85 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 6 বৃদ্ধি পেয়েছে। নবম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে ?
49
40
37
36
69/90
রাম 6 দিনে একটি জমির ⅖ অংশ চাষ করে এবং শ্যাম 10 দিনে ওই জমির ⅓ অংশ চাষ করে। উভয় একসাথে কাজ করলে কত দিনে ⅘ অংশ চাষ করতে পারবে ?
4 দিন
5 দিন
8 দিন
10 দিন
70/90
দুটি নল একটি খালি ট্যাংক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে, কত সময়ে খালি ট্যাংক পূর্ণ হবে ?
5 মিনিট
5⅔ মিনিট
6³/₇ মিনিট
6¼ মিনিট
71/90
রামের আয় রতনের আয়ের চেয়ে শতকরা 10% বেশি হলে, রতনের আয় রামের আয়ের চেয়ে শতকরা কত কম ?
10%
11%
9¹/₁₁%
9¹/₁₃%
72/90
A একটি টেবিল B কে 20% লাভে এবং B ওই টেবিলটি C কে 25% লাভে 1200 টাকায় বিক্রয় করে। টেবিলটির প্রাথমিক মূল্য কত টাকা ?
700 টাকা
600 টাকা
1000 টাকা
800 টাকা
73/90
কত বছরে 8% হারে সুদ, আসলের 2/5 গুণ হবে ?
8 বছর
7 বছর
5 বছর
6 বছর
74/90
একটি চিড়িয়াখানায় বাঘ ও শেয়াল মিলিয়ে মোট 60 টি পশু আছে, যাদের গড়ে প্রতিদিন 10 কেজি মাংস দেওয়া হয়। বাঘ ও শেয়ালের দৈনিক গড়ে মাংসের পরিমাণ যথাক্রমে 12 কেজি ও 6 কেজি হলে, বাঘ ও শেয়াল কতগুলো আছে ?
50, 20
40, 20
40, 30
কোনোটিই নয়
75/90
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গসেমি এবং কর্ণ 2√13 সেমি হলে, তার পরিসীমা কত ?
25 সেমি
20 সেমি
18 সেমি
14 সেমি
76/90
2 সেমি, 3 সেমি এবং 6 সেমি বাহুবিশিষ্ট তিনটি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ?
11 সেমি
10 সেমি
7 সেমি
9 সেমি
77/90
দুটি ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7 , 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, তাদের বর্তমান বয়স কত হবে ?
30,44
35,52
40,56
45,60
78/90
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক, এককের অঙ্ক থেকে 3 বেশি এবং অঙ্ক দুটির সমষ্টি 9 হলে, সংখ্যাটি কত ?
72
63
54
58
79/90
√625 + √6.25 + √0.0625 -এর মান কত হবে ?
25.25
27.25
25.75
27.75
80/90
দুটি ট্রেন 60 কিমি/ঘণ্টা এবং 40 কিমি/ঘণ্টা গতিবেগে একই অভিমুখে গতিশীল। 60 কিমি/ঘণ্টা গতিবেগে সম্পন্ন ট্রেনটি অপর ট্রেনে থাকা একটি মানুষকে 9 সেকেন্ডে অতিক্রম করে। প্রথম ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করুন ?
50 মিটার
80 মিটার
90 মিটার
100 মিটার
81/90
এই শব্দটি দ্বারা কোনটি তৈরি করা যাবে না : MISFORTUNE
FORT
TURN
SOFT
ROAM
82/90
তুমি প্রথমে 6 km উত্তর দিকে গেলে তারপর পূর্বদিকে 8 km গেলে এবং ওই স্থান থেকে দক্ষিণ-পশ্চিম কোণববরাবর হাঁটলে ওই স্থান থেকে তোমার গন্তব্যস্থলের দূরত্ব কত ?
24 km
12 km
10 km
22 km
83/90
A, S এর থেকে লম্বা, যে আবার B এর থেকে খাটো। A, C এর থেকে লম্বা, যে আবার S এর থেকে খাটো। B হল A এর থেকে খাটো। কে সবথেকে খাটো ?
D
C
A
B
84/90
যদি KAMINI এর সংকেত MAKINI ও ANALOG এর সংকেত হয় ANAGOL তবে ENCODE এর সংকেত কি হবে ?
CNEEDO
ENCEDO
CNEODE
CNOEDE
85/90
F = 11 এবং LONG = 92 হলে, SLIM = ?
102
100
104
98
86/90
বেমানান শব্দ চিহ্নিত করো।
চরক
ধন্বন্তরি
সুশ্রুত
বরাহমিহির
87/90
3, 4, 10, 33 ,136, ?
670
675
680
685
88/90
রাজুর দিকে লক্ষ করে সুদীপা বলল, "আমার বাবার কোনো বোন নেই। রাজুর ভাইয়ের বাবা হল আমার ঠাকুরদার একমাত্র পুত্র।" রাজু, সুদীপার কে হয় ?
কাকা
ভাই
পুত্র
মামা
89/90
24 জানুয়ারি 2008 বৃহস্পতিবার হলে, 3 মার্চ 2008 কি বার ছিল ?
সোমবার
মঙ্গলবার
বুধবার
বৃহস্পতিবার
90/90
GUTTURAL -এর সংকেত 46116597 হলে, GUITAR -এর সংকেত কি হবে ?
467195
465195
468195
468196
Result:

5 comments:

Don't Leave any spam link.