Mega Mock Test for main exam of WB Excise Constable 2021 |
হ্যালো বন্ধুরা,
আজকে তোমাদের জন্য আবগারি কনস্টেবল মেন পরীক্ষার জন্য একটি ৯০ নম্বরের মেগা মকটেস্ট উপস্থাপন করা হলো। এই টেস্টের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রিপারেশনকে আরোও মজবুত করতে সক্ষম হবে। যে প্রশ্নগুলোর উত্তর জানা আছে, সেগুলোকে সিলেক্ট করে রেখে, একদম নিচে Submit বলে একটা বাটন রয়েছে, সেখানে ক্লিক করার সাথে সাথে কতগুলো অ্যাটেন্ড করেছো, কয়টি সঠিক, কয়টি ভুল হলো, নেগেটিভ করে কত স্কোর হলো তা দেখা যাবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকছে ১ নম্বর করে, ৪ টি ভুলের জন্য ১ নম্বর কাটা হবে। অর্থাৎ প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য .২৫ করে কাটা হবে। যেগুলো পারবে সেগুলিই অ্যাটেন্ড করো, তাতেই ভালো হয়।
তাই বেশি দেরি না করে মকটেস্ট'টিতে অংশগ্রহন করুন। কমেন্ট করে জানাবেন কত স্কোর হলো ।
বিষয় | মেগা মকটেস্ট (আবগারি) |
মোট প্রশ্ন | ৯০টি |
পূর্ণমান | ৯০ |
নম্বর | ১ (প্রতিপ্রশ্নের জন্য) |
নেগেটিভ | ০.২৫ (প্রতিটি ভুুল উত্তরেরর জন্য) |
জিকে, ইংরাজি, অঙ্ক, জি. আই | ৩০+৩০+২০+১০ = ৯০ |
সময় | ৬০ মিনিট |
1/90
এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?
2/90
কার নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলন গঠিত হয় ?
3/90
রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায় ?
4/90
রাগবি ফুটবল খেলায় প্রত্যেক দলে কতজন করে খেলোয়াড় থাকে ?
5/90
'আগা খান কাপ' কোন খেলার সাথে যুক্ত ?
6/90
'A View from Outside' -বইটি কার লেখা ?
7/90
সত্যজিৎ রায় কত সালে 'দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড' পেয়েছিলেন ?
8/90
শহীদ-ই-আজম কাকে বলা হয় ?
9/90
রাসলীলা কোথাকার লোকনৃত্য ?
10/90
নিচের কোন ব্যক্তিটি তবলার সঙ্গে সম্পর্কিত ?
11/90
সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
12/90
ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন ?
13/90
মহাবলীপুরম মন্দির কোথায় অবস্থিত ?
14/90
লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মদিন পালন করা হয় :
15/90
ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম ?
16/90
মেশিনগান কে আবিষ্কার করেন ?
17/90
নিচের কোনটি আউটপুট ইউনিট ?
18/90
ব্ল্যাকফুট ডিজিজ কি দূষণের ফলে হয় ?
19/90
NABARD হল একটি :
20/90
উপরাষ্ট্রপতি নির্বাচিত হন :
21/90
বিখ্যাত চিত্র 'গোয়ের্নিকা' কার সৃষ্টি :
22/90
ভারতের সর্বনিম্ন জনঘনত্ববিশিষ্ট রাজ্যের নাম কি ?
23/90
সেরিকালচার কি বিষয়ক বিদ্যা ?
24/90
হিন্ডেনবার্গ লাইন কোন কোন দেশের মধ্যে রয়েছে ?
25/90
ICC ক্রিকেট বিশ্বকাপ -2023 কোথায় অনুষ্ঠিত হবে :
26/90
সত্যপাল মালিক বর্তমানে কোন রাজ্যের রাজ্যপাল পদে রয়েছেন ?
27/90
কম্পিউটার ও ল্যাপটপ প্রস্তুতকারক সংস্থা 'এসার ইন্ডিয়া'র বিপণন দূত হিসেবে কে নিযুক্ত রয়েছেন ?
28/90
বর্তমান লোকসভার স্পিকার কে রয়েছেন ?
29/90
'দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল - ২০২০' এর শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রাপক হলো :
30/90
কোন ক্রিকেটার '২০২০ - রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড'-এ সম্মানিত হয়েছেন ?
31/90
Tell him to get out of our house. (voice change)
32/90
I know him. (voice change)
33/90
Harass (Synonym word)
34/90
Many sheep _____ grazing there.
35/90
Many men died ______ violence during the riot.
36/90
A ______ of lions. (collective noun)
37/90
They dispensed ______ his services.
38/90
My uncle's friend's son is a doctor. (Error correction)
39/90
The opposite of 'help' is :
40/90
A barbar shaves; a gardenar :
41/90
A fouteen lined poem is called a -
42/90
I have no desire _____ fame.
43/90
A disease affecting many persons at the same time and place is called :
44/90
The proposal seems practicable. (opposite of underlined word)
45/90
Choose the correctly spelt word.
46/90
Choose the correctly spelt word.
47/90
Choose the correctly spelt word.
48/90
The study of the human origin, institutions and beliefs.
49/90
Adjective form of word 'Long'.
50/90
The chief guest ________ the prizes at the sports meet. (Phrasal Verb)
51/90
I would rather die than _____ .
52/90
Caesar was done to death by the conspirators.
53/90
Property inherited from one's father or ancestors.
54/90
Conspicuous (Synonym word)
55/90
Outrage (Antonym word)
56/90
I cannot make out what he wishes to say.
57/90
It is easy ______ but hard to finish.
58/90
Only ______ is there a rumble in the sky. (choose adverbial phrase)
59/90
At daggers drawn.
60/90
Moti asked Gangu whether the latter was in his sense. (change the mode of narration)
61/90
দুটি সংখ্যার গুণফল 1575 ও ভাগফল 7 হলে, সংখ্যাদুটি কি কি ?
62/90
যদি 8*357 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে লুপ্ত অঙ্কটি কত হবে ?
63/90
5.05×10⁴+8×10³+4×10 -এর মান নির্ণয় করুন।
64/90
5004÷139-6 = ?
65/90
3640÷14×16+340 = ?
66/90
একটি সংখ্যার বর্গের দ্বিগুণ যদি 18-এর ঘন হয়। তবে সংখ্যাটি কত ?
67/90
9909 সংখ্যাটির ঠিক আগের কোন সংখ্যাটি একটি পূর্নবর্গ সংখ্যা ?
68/90
একজন ব্যাটসম্যান নবম ইনিংসে 85 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 6 বৃদ্ধি পেয়েছে। নবম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে ?
69/90
রাম 6 দিনে একটি জমির ⅖ অংশ চাষ করে এবং শ্যাম 10 দিনে ওই জমির ⅓ অংশ চাষ করে। উভয় একসাথে কাজ করলে কত দিনে ⅘ অংশ চাষ করতে পারবে ?
70/90
দুটি নল একটি খালি ট্যাংক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে, কত সময়ে খালি ট্যাংক পূর্ণ হবে ?
71/90
রামের আয় রতনের আয়ের চেয়ে শতকরা 10% বেশি হলে, রতনের আয় রামের আয়ের চেয়ে শতকরা কত কম ?
72/90
A একটি টেবিল B কে 20% লাভে এবং B ওই টেবিলটি C কে 25% লাভে 1200 টাকায় বিক্রয় করে। টেবিলটির প্রাথমিক মূল্য কত টাকা ?
73/90
কত বছরে 8% হারে সুদ, আসলের 2/5 গুণ হবে ?
74/90
একটি চিড়িয়াখানায় বাঘ ও শেয়াল মিলিয়ে মোট 60 টি পশু আছে, যাদের গড়ে প্রতিদিন 10 কেজি মাংস দেওয়া হয়। বাঘ ও শেয়ালের দৈনিক গড়ে মাংসের পরিমাণ যথাক্রমে 12 কেজি ও 6 কেজি হলে, বাঘ ও শেয়াল কতগুলো আছে ?
75/90
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গসেমি এবং কর্ণ 2√13 সেমি হলে, তার পরিসীমা কত ?
76/90
2 সেমি, 3 সেমি এবং 6 সেমি বাহুবিশিষ্ট তিনটি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ?
77/90
দুটি ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7 , 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, তাদের বর্তমান বয়স কত হবে ?
78/90
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক, এককের অঙ্ক থেকে 3 বেশি এবং অঙ্ক দুটির সমষ্টি 9 হলে, সংখ্যাটি কত ?
79/90
√625 + √6.25 + √0.0625 -এর মান কত হবে ?
80/90
দুটি ট্রেন 60 কিমি/ঘণ্টা এবং 40 কিমি/ঘণ্টা গতিবেগে একই অভিমুখে গতিশীল। 60 কিমি/ঘণ্টা গতিবেগে সম্পন্ন ট্রেনটি অপর ট্রেনে থাকা একটি মানুষকে 9 সেকেন্ডে অতিক্রম করে। প্রথম ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করুন ?
81/90
এই শব্দটি দ্বারা কোনটি তৈরি করা যাবে না : MISFORTUNE
82/90
তুমি প্রথমে 6 km উত্তর দিকে গেলে তারপর পূর্বদিকে 8 km গেলে এবং ওই স্থান থেকে দক্ষিণ-পশ্চিম কোণববরাবর হাঁটলে ওই স্থান থেকে তোমার গন্তব্যস্থলের দূরত্ব কত ?
83/90
A, S এর থেকে লম্বা, যে আবার B এর থেকে খাটো। A, C এর থেকে লম্বা, যে আবার S এর থেকে খাটো। B হল A এর থেকে খাটো। কে সবথেকে খাটো ?
84/90
যদি KAMINI এর সংকেত MAKINI ও ANALOG এর সংকেত হয় ANAGOL তবে ENCODE এর সংকেত কি হবে ?
85/90
F = 11 এবং LONG = 92 হলে, SLIM = ?
86/90
বেমানান শব্দ চিহ্নিত করো।
87/90
3, 4, 10, 33 ,136, ?
88/90
রাজুর দিকে লক্ষ করে সুদীপা বলল, "আমার বাবার কোনো বোন নেই। রাজুর ভাইয়ের বাবা হল আমার ঠাকুরদার একমাত্র পুত্র।" রাজু, সুদীপার কে হয় ?
89/90
24 জানুয়ারি 2008 বৃহস্পতিবার হলে, 3 মার্চ 2008 কি বার ছিল ?
90/90
GUTTURAL -এর সংকেত 46116597 হলে, GUITAR -এর সংকেত কি হবে ?
Result:
Please check the questions number 87
ReplyDelete116 will be replaced by136
59.75
ReplyDelete71.25
ReplyDelete57.75
ReplyDeleteSir এইরকম mock test weekly পেলে খুব ভালো হয়। ধন্যবাদ
ReplyDelete